Rohit Sharma

India Vs West Indies: ব্যাটার, না কি বোলার? রোহিতদের দলে নতুন ভূমিকায় এই ক্রিকেটার

ব্যাটার, বোলার দুই ভূমিকাতেই ভাল খেলছেন অক্ষর পটেল। ভারতীয় দলে তাঁর ঠিক কী ভূমিকা, তা নিয়ে মুখ খুললেন এই বাঁ হাতি অলরাউন্ডার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ২০:৩৬
Share:

ভারতীয় দলে নতুন ভূমিকায় এই ক্রিকেটার ফাইল চিত্র

কখনও ব্যাট, কখনও বা বল। এক এক ম্যাচে এক এক ভূমিকায় দেখা যাচ্ছে অক্ষর পটেলকে। কখনও ব্যাট করতে নেমে কঠিন পরিস্থিতি থেকে দলকে জেতাচ্ছেন, তো কখনও বল হাতে প্রতিপক্ষকে মাটি ধরাচ্ছেন তিনি। রোহিত শর্মাদের দলে তাঁর ভূমিকা নিয়ে মুখ খুললেন অক্ষর।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জেতার পরে অক্ষর বলেন, ‘‘আমি এক জন অলরাউন্ডার। ব্যাটিং, না বোলিং সেটা গুরুত্বপূর্ণ নয়। যে দিন ভাল ব্যাট করব, সে দিন আমি ব্যাটিং অলরাউন্ডার। যে দিন ভাল বল করব, সে দিন আমি বোলিং অলরাউন্ডার।’’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে তিন উইকেট নিয়েছেন অক্ষর। তিনটি উইকেটই নিয়েছেন পাওয়ার প্লে-তে। একটি নির্দিষ্ট পরিকল্পনা করে বল করে সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন অক্ষর। তিনি বলেন, ‘‘আমি দলের গতির হেরফের করেছি। জানতাম উইকেট মন্থর। তাই উইকেট লক্ষ্য করে বল করেছি। নিজের শক্তির উপর ভরসা দেখিয়েছি। তাতেই সাফল্য এসেছে।’’

Advertisement

সামনেই এশিয়া কাপ। তার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দু’টি প্রতিযোগিতাতেই ভাল করতে মুখিয়ে রোহিতরা। এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখানকার উইকেট কিছুটা মন্থর। তাই সেখানে ভাল খেলতে পারেন অক্ষর। বিশ্বকাপেও রোহিতদের তুরুপের তাস হয়ে উঠতে পারেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement