মিচেল মার্শ। —ফাইল চিত্র।
আউট হননি। তা-ও আম্পায়ারের সিদ্ধান্ত মেনে মাঠ থেকে বেরিয়ে গেলেন মিচেল মার্শ। রিভিউ নেওয়ার সুযোগ থাকলেও সে পথে না হেঁটে সাজঘরের পথ ধরেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। ভারত-অস্ট্রেলিয়ার দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিন এমনই ঘটনার সাক্ষী থাকলেন অ্যাডিলেডের দর্শকেরা।
অস্ট্রেলিয়ার হয়ে ছ’নম্বরে ব্যাট করতে নামেন মার্শ। ট্র্যাভিস হেডের সঙ্গে ভালই ব্যাট করছিলেন। অস্ট্রেলিয়ার ইনিংসের ৬৪তম ওভারে বোলার ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর চতুর্থ বলটি পা বাড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন মার্শ। কিন্তু ভারতীয় অফস্পিনারের স্ট্রেটারের লাইনে ব্যাট নিয়ে যেতে পারেননি মার্শ। বল ব্যাটের কানার খুব কাছ দিয়ে চলে যায় উইকেটরক্ষক ঋষভ পন্থের হাতে। ভারতীয়েরা মনে করেন মার্শ ক্যাচ আউট হয়েছেন। তাঁরা আবেদন করতে আবেদনে সাড়া দেন ম্যাচের অন্যতম আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়েন মার্শ।
মার্শের কাছে রিভিউ নেওয়ার সুযোগ থাকলেও তিনি তা ব্যবহার করেননি। তাতে সকলেই মনে করেন, মার্শ ক্যাচ আউট হয়েছেন অশ্বিনের বলে। কিন্তু পরে রিপ্লেতে দেখা গিয়েছে, বল মার্শের ব্যাটের খুব কাছ দিয়ে গেলেও স্পর্শ করেনি। বল এবং ব্যাটের মধ্যে পরিষ্কার ফাঁক ছিল। স্নিকোমিটারেও শব্দ হওয়ার কোনও চিহ্ন ধরা পড়েনি। কিন্তু মার্শ নিজেও সম্ভবত বুঝতে পারেননি বল তাঁর ব্যাটে লাগেনি।
বল যে সময় ব্যাট অতিক্রম করেছে, ঠিক সেই সময়ই মার্শের প্যাডের সঙ্গে ব্যাটের সংঘর্ষ হয়েছে। তাতে শব্দ হয়েছে। তাতেই বিভ্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা, আম্পায়ার এবং মার্শ নিজেও। পাশাপাশি, মার্শ বুঝতে পারেননি যে বল তাঁর ব্যাটে লাগেনি। তাই ব্যক্তিগত ৯ রানে নিঃসঙ্কোচে মাঠ ছেড়ে চলে যান মার্শ। তাতে অবশ্য অস্ট্রেলিয়ার কোনও বড় ক্ষতি বা ভারতে কোনও লাভ হয়নি।