Alan Davidson

Alan Davidson: প্রথম ক্রিকেটার হিসেবে এক টেস্টে শতরান এবং ১০ উইকেট নেওয়া অ্যালান ডেভিডসন প্রয়াত

পরপর দু’দিনে দেশের দুই অন্যতম সেরা ক্রিকেটারকে হারাল অস্ট্রেলিয়া। শনিবার প্রয়াত হলেন অ্যালান ডেভিডসন। বয়স হয়েছিল ৯২ বছর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২১ ১৯:০৮
Share:

অ্যালান ডেভিডসন। ছবি টুইটার

পরপর দু’দিনে দেশের দুই অন্যতম সেরা ক্রিকেটারকে হারাল অস্ট্রেলিয়া। শনিবার প্রয়াত হলেন অ্যালান ডেভিডসন। বয়স হয়েছিল ৯২ বছর। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতির মাধ্যমে এই খবর জানিয়েছে। শুক্রবারই প্রয়াত হয়েছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা স্পিনার অ্যাশলে ম্যালেট।

Advertisement

ক্রিকেটবিশ্বে অ্যালান পরিচিত থাকবেন প্রথম ক্রিকেটার হিসেবে যিনি একই টেস্টে শতরান এবং ১০ উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলেছেন তিনি। ব্যাট হাতে ১৩২৮ রান করেছেন। বাঁ হাতি সুইং বোলার ছিলেন। নিয়েছেন ১৮৬টি উইকেট। ২০১১ সালে আইসিসি তাঁকে হল অব ফেমের অন্তর্ভুক্ত করে।

১৯৫৩ সালের অ্যাশেজ সিরিজে অভিষেক হয় অ্যালানের। ১৯৬০ সালে প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিসবেনের সেই ম্যাচে ভাঙা আঙুল নিয়ে খেলেছিলেন তিনি। শেষ দিনে ৮০ রান করে কোনও মতে ম্যাচ বাঁচান। অবসরের পর ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক হিসেবে কাজ করেছেন। তাঁকে সম্মান জানাতে শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের মেম্বার্স প্যাভিলিয়নের পতাকা অর্ধনমিত রাখা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement