হাঁটু মুড়ে প্রতিবাদ ডি’ককের ছবি টুইটার
বিতর্ক কাটিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকার দলে ফিরলেন কুইন্টন ডি’কক। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে শুধু প্রত্যাবর্তনই নয়, হাঁটু মুড়ে বসে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদও জানালেন গোটা দলের সঙ্গে।
দলে ডি’কককে ফেরানোই একমাত্র প্রত্যাবর্তন দক্ষিণ আফ্রিকা দলে। হেনরিখ ক্লাসেনের জায়গায় দলে এলেন এই উইকেটকিপার-ব্যাটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং নেয় দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেও ডি’কককে নিয়ে বিতর্কে বিদ্ধ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শনিবার টসে জেতার পর প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা বলেন, “দলে কুইন্টন এসেছে। আগের থেকে মানসিক ভাবে অনেক ভাল জায়গায় রয়েছে ও। দলও অনেক উজ্জীবিত।”
বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বার্তা দিতে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে প্রত্যেক ক্রিকেটারকে হাঁটু মুড়ে বসার নির্দেশ দেয় সে দেশের বোর্ড। সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে দল থেকে নাম তুলে নেন ডি’কক। তবে পরে এক বিবৃতিতে জানান, তিনি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ করার ধরনে বিরক্ত নন। কিন্তু আচমকা যে ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা তাঁর ভাল লাগেনি।