রোহিত শর্মা। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মার না খেলার সিদ্ধান্তকে সমর্থন করলেন ট্রেভিস হেড। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছিলেন ভারত অধিনায়ক। তাঁর সেই সিদ্ধান্ত খুশি করতে পারেনি সুনীল গাওস্কর, সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু রোহিত পাশে পেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার হেডকে।
১৫ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দেন রোহিতের স্ত্রী রীতিকা। তার বেশ কিছু দিন আগে থেকেই শোনা যাচ্ছিল যে, রোহিত হয়তো অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলবেন না। দলের সঙ্গে তিনি না যাওয়ায় সেই সম্ভাবনা আরও বৃদ্ধি পায়। হেড মনে করেন, এমন পরিস্থিতিতে থাকলে হয়তো তিনিও খেলতেন না। অস্ট্রেলিয়ার ক্রিকেটার বলেন, “আমি রোহিতের সিদ্ধান্তকে সমর্থন করি। এমন পরিস্থিতিতে পড়লে আমিও একই সিদ্ধান্ত নিতাম। ক্রিকেটারদের অনেক কিছু ত্যাগ করতে হয়। আমরা অনেক কিছু পাই, আবার জীবনের অনেক মুহূর্তের সাক্ষী থাকতে পারি না। রোহিতের জায়গায় থাকলে আমি একই সিদ্ধান্ত নিতাম। এমন মুহূর্তের সাক্ষী থাকতে চাইতাম। আশা করব এই সিরিজ়ে রোহিত তাড়াতাড়ি ফিরবে।”
অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে পাশে পেলেও রোহিতের সিদ্ধান্তে খুশি নন সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছিলেন, “আমি আশা করছি রোহিত খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়া চলে যাবে। ওর নেতৃত্ব দলের প্রয়োজন। ওর পুত্র হয়েছে। এ বার ও যেতে পারে। আমি যদি ওর জায়গায় থাকতাম তা হলে পার্থে খেলতাম।”
রোহিতের না খেলার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না গাওস্করও। তিনি বলেছিলেন, “অধিনায়কের প্রথম টেস্ট খেলা খুবই গুরুত্বপূর্ণ। চোট থাকলে আলাদা ব্যাপার। কিন্তু যদি সে প্রথম টেস্ট খেলতে না চায় তা হলে সহকারী অধিনায়কের উপর চাপ পড়ে। আমি এক জায়গায় পড়ছিলাম, রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট না-ও খেলতে পারে। আমার মনে হয় সে ক্ষেত্রে নির্বাচন কমিটির উচিত গোটা সিরিজ়ের জন্যই বুমরাকে অধিনায়ক করে দেওয়া। সেই সঙ্গে রোহিতকে বলে দেওয়া, সিরিজ়ের মাঝে দলে যোগ দিলে শুধুমাত্র খেলোয়াড় হিসাবে থাকতে হবে। প্রথম টেস্টে রোহিতের অবশ্যই দলের সঙ্গে থাকা উচিত।”
এর আগে সন্তানের জন্মের কারণে ভারতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন বিরাট কোহলিও। সেই সময় তাঁর সমালোচনা করেছিলেন গাওস্কর। এ বার রোহিতের সিদ্ধান্ত নিয়েও খুশি নন তিনি। তবে রোহিত পাশে পেলেন বিপক্ষ দলের ক্রিকেটারকে।