গ্লেন ম্যাক্সওয়েল। —ফাইল চিত্র।
বিশ্বরেকর্ড করে মুখ খুললেন গ্লেন ম্যাক্সওয়েল। গত মাসে অতিরিক্ত মদ্যপান করায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল ম্যাক্সওয়েলকে। সেই ঘটনা নিয়ে বিতর্ক হয়েছিল। সুস্থ হয়ে দলে ফিরে টি-টোয়েন্টিতে নিজের পঞ্চম শতরান করে রোহিত শর্মার বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন ম্যাক্সওয়েল। হাসপাতালে ভর্তি হওয়ার ২০ দিন পরে মুখ খুললেন ম্যাক্সওয়েল।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শতরান করে ম্যাক্সওয়েল বলেন, “সেই ঘটনাটা আমার পরিবারের উপর প্রভাব ফেলেছিল। আমার থেকে বেশি আমার পরিবার প্রশ্নের মুখে পড়েছিল। আমার সেই সপ্তাহ ছুটি ছিল। কোনও ক্রিকেট ছিল না। সেই কারণেই আমি পানশালায় গিয়েছিলাম। তবে যে ঘটনাটা ঘটেছে তা উচিত হয়নি। আমাকে আরও সংযত হওয়া উচিত ছিল।’’
গত ২২ জানুয়ারি অ্যাডিলেডের একটি পানশালায় অসুস্থ হয়ে পড়েন ম্যাক্সওয়েল। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়। জানা যায়, অতিরিক্ত মদ্যপানের ফলেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়। সামলাতে সামনে আসেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাঁরা জানান, এই ঘটনা সম্পর্কে তাঁরা জানতেন। সেই সঙ্গে ম্যাক্সওয়েলকে তাঁরা সতর্কও করেন। এ বার মুখ খুললেন অসি ব্যাটার।
অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে ছিলেন ম্যাক্সওয়েল। শুরু থেকেই বড় শট খেলা শুরু করেন তিনি। মাত্র ৫৫ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মারেন ১২টি চার ও ৮টি ছক্কা। ম্যাক্সওয়েলের দাপটে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৪১ রান করে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এটি অস্ট্রেলিয়ার সর্বাধিক রান। জুন মাসে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ম্যাক্সওয়েলের ফর্ম হাসি ফোটাবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মুখে। এর আগে টি-টোয়েন্টিতে সব থেকে বেশি শতরান ছিল রোহিতের। ১৫১টি ম্যাচে পাঁচটি শতরান করেছিলেন তিনি। ম্যাক্সওয়েল পাঁচটি শতরান করলেন ১০৩টি ম্যাচে। তালিকায় তাঁদের পরে রয়েছেন সূর্যকুমার যাদব। ৬০টি ম্যাচে চারটি শতরান করেছেন তিনি। ১০৯টি ম্যাচে তিনটি শতরান রয়েছে বাবর আজ়মের।