T20 World Cup 2021

T20 World Cup 2021: টি২০ বিশ্বকাপে এই নিয়ে মাত্র দ্বিতীয় বার ফাইনালে উঠল অস্ট্রেলিয়া

এক দিনের ক্রিকেটের বিশ্বকাপে সাত বার ফাইনালে গেলেও টি-টোয়েন্টিতে এই নিয়ে মাত্র দ্বিতীয় বার ফাইনালে উঠতে পারল তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২৩:২০
Share:

ফাইনালে উঠে উচ্ছ্বসিত অজি ক্রিকেটাররা। ছবি: টুইটার থেকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে গেল অস্ট্রেলিয়া। একদিনের ক্রিকেটের বিশ্বকাপে সাত বার ফাইনালে গেলেও টি-টোয়েন্টিতে এই নিয়ে মাত্র দ্বিতীয় বার ফাইনালে উঠতে পারল তারা।

Advertisement

অস্ট্রেলিয়া এর আগে ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। কিন্তু এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। সে বার তারা ফাইনালে হারে ইংল্যান্ডের কাছে।

অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান তোলে। ডেভিড হাসি ৫৪ বলে ৫৯ রান করেন। ইংল্যান্ডের হয়ে রায়ান সাইডবটম চার ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। জবাবে ইংল্যান্ড তিন ওভার বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। ক্রেগ ক্রিসওয়েটার ৪৯ বলে ৬৩ রান করেন। কেভিন পিটারসেন ৩১ বলে ৪৭ রান করেন।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ২০০৭ এবং ২০১২ সালে সেমিফাইনালে গিয়েছিল। ২০০৯ সালে তারা প্রথম রাউন্ডেই ছিটকে যায়। সেটিই অস্ট্রেলিয়ার সবথেকে খারাপ পারফরম্যান্স। ২০১৪ এবং ২০১৬ সালে সুপার ১০ রাউন্ড থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement