India vs Australia

দুই ব্রাত্য ব্যাটারের অভাব ভোগাতে পারে ভারতকে, রোহিতদের সতর্ক করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

টেস্ট সিরিজ়ের আগে রোহিত শর্মাদের সতর্ক করলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কের মতে, দুই ক্রিকেটারের অভাবে ভুগতে পারে ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১১:৩৪
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

২২ নভেম্বর থেকে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলতে নামবে অস্ট্রেলিয়া। তার আগে রোহিত শর্মাদের সতর্ক করলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কের মতে, দুই ব্রাত্য ক্রিকেটারের অভাবে ভুগতে পারে ভারত।

Advertisement

২০১৮-১৯ ও ২০২০-২১ সফরে ভারতের জেতার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিলেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পুজারা। দু’টি সিরিজ়েই ভাল খেলেছিলেন পুজারা। ২০২০-২১ সফরে প্রথম টেস্টের পর বিরাট কোহলি দেশে ফিরলে রাহানে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু এখন ভারতীয় দলে তাঁরা ব্রাত্য। দীর্ঘ দিন সুযোগ পান না। ভবিষ্যতে পাওয়ারও কোনও সম্ভাবনা নেই। পুজারা ও রাহানে না থাকায় ভারত সমস্যায় পড়তে পারেন বলে মনে করেন কামিন্স।

পার্‌থে প্রথম টেস্ট শুরু হওয়ার ছ’দিন আগে কামিন্স তুলে এনেছেন পুজারা ও রাহানের প্রসঙ্গ। তিনি বলেন, “ওরা আগের দু’টি সিরিজ়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ইনিংস খেলেছিল। পুজারা এমন এক জন ব্যাটার যে ক্রিজ় ছাড়তে চায় না। সারা দিন ধরে ব্যাট করে। রাহানে দেখিয়েছে ও কত ভাল অধিনায়ক। ওদের বিরুদ্ধে খেলতে ভাল লাগে। এ বার ওরা নেই। এতে ভারতের সমস্যা হতে পারে।”

Advertisement

ভারতের ব্যাটারেরা ফর্মে নেই। রান পাচ্ছেন না বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই পরিস্থিতিতে ভারতের সেরা অস্ত্র হতে পারেন যশপ্রীত বুমরা, এমনটাই মনে করেন কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, “আমি বুমরার ভক্ত। ও দুর্দান্ত বোলার। এই সিরিজ়ে ভারতের সেরা অস্ত্র বুমরা। অস্ট্রেলিয়ায় ও অনেক ক্রিকেট খেলেছে। তাই এখানকার পিচ ও খুব ভাল বোঝে।”

এটি বুমরার তৃতীয় বর্ডার-গাওস্কর সিরিজ়। অস্ট্রেলিয়ার মাটিতে সাতটি টেস্ট খেলেছেন তিনি। নিয়েছেন ৩২টি উইকেট। পার্‌থে প্রথম টেস্টে রোহিতের খেলার সম্ভাবনা কম। যদি তিনি না খেলেন তা হলে বুমরাই দলকে নেতৃত্ব দেবেন। সে ক্ষেত্রে বাড়তি দায়িত্ব থাকবে বুমরার কাঁধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement