ছবি: টুইটার থেকে
ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক মঞ্চে শেষ ম্যাচ খেলে ফেললেন ক্রিস গেল এবং ডোয়েন ব্র্যাভো। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে বেশ কিছুটা এগিয়ে গেল অস্ট্রেলিয়া। শেষ চারে যেতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে শুধু জিতলেই হবে না, বাড়িয়ে নিতে হবে রান রেটও।
শেষ ম্যাচে ব্যাট হাতে ৯ বলে ১৫ রান করলেন গেল। এভিন লুইস ২৬ বলে ২৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের শুরুর দিকে রানই করতে দিলেন অস্ট্রেলিয়ার বোলাররা। নিকোলাস পুরান চার বলে চার রান করেন। রস্টন চেজ কোনও রান করতে পারেননি। শিমরান হেটমেয়ার ২৮ বলে ২৭ রান করেন। অধিনায়ক কায়রন পোলার্ড ৩১ বলে ৪৪ রান করেন। শেষ মুহূর্তে আন্দ্রে রাসেল ৭ বলে ১৮ রান করে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৫৭ রানে পৌঁছে দেন।
অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড চার উইকেট নেন। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং অ্যাডাম জাম্পা। সেই রান তুলতে কোনও অসুবিধাই হয়েনি ডেভিড ওয়ার্নার।
৫৬ বলে ৮৯ রান করেন ওয়ার্নার। অ্যারন ফিঞ্চকে তাড়াতাড়ি (১১ বলে ৯ রান) ফিরিয়ে দিলেও অস্ট্রেলিয়াকে আটকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৩২ বলে ৫৩ রান করেন মিচেল মার্শ। তাঁকে ফিরিয়ে দেন ক্রিস গেল। ১৬.২ ওভারে ১৬১ তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।