বাবর আজ়ম। —ফাইল চিত্র।
এশিয়া কাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবেন বাবর আজ়মেরা। শনিবার এই ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে ভারতীয় দল। এই ম্যাচ সব সময়ই আর পাঁচটা ম্যাচের থেকে আলাদা। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টানটান উত্তেজনা। মর্যাদার লড়াই। যে লড়াইয়ে হারতে চায় না কোনও দলই।
বুধবার নেপালের বিরুদ্ধে সতীর্থদের ফর্ম দেখে নিয়েছেন বাবর। ভারতের বিরুদ্ধে এই বাড়তি সুবিধা নিয়েই মাঠে নামবে আইসিসির এক দিনের ক্রমতালিকায় শীর্ষে থাকা পাকিস্তান। রোহিত শর্মাদের বিরুদ্ধে প্রথম একাদশ জানিয়ে দিয়েছে পাকিস্তান শিবির। নেপালের বিরুদ্ধে খেলা প্রথম একাদশে কোনও পরিবর্তন করেননি বাবরেরা। উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি তাঁরা।
গ্রাফিক: সৌভিক দেবনাথ।
গ্রাফিক: সৌভিক দেবনাথ।
নেপাল ম্যাচের মতোই ফখর জামান এবং ইমাম উল হক দলের ইনিংস শুরু করবেন ভারতের বিরুদ্ধেও। তিন নম্বরে নামবেন অধিনায়ক বাবর। চার নম্বরে উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ রিজ়ওয়ান। নেপাল ম্যাচে রান না পেলেও ভারতের বিরুদ্ধে দলে রাখা হয়েছে আঘা সলমনকে। ছ’নম্বরে নামবেন ইফতিকার আহমেদ। সাত নম্বরেও জায়গা পাকা অলরাউন্ডার শাদাব খানের। ব্যাটিং অর্ডারের আট নম্বরে থাকছেন আর এক অলরাউন্ডার মহম্মদ নওয়াজ়।
ব্যাটিং অর্ডারের শেষ তিনটি জায়গা নিয়েও পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেননি বাবরেরা। নয় থেকে এগারো নম্বরে আসবেন তিন জোরে বোলার নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ। ফলে এশিয়া কাপের দলে শেষ মুহূর্তে নেওয়া সাউদ শাকিলের দ্বিতীয় ম্যাচেও খেলা হচ্ছে না।
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের একাদশ: বাবর আজ়ম (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, মহম্মদ রিজ়ওয়ান (উইকেটরক্ষক), আঘা সলমন, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ়, নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ।