বাবর আজ়ম। —ফাইল চিত্র।
ক্রিকেটপ্রেমীদের হতাশ করতে পারে শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের পূর্বাভাস। সন্ধ্যায় আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জন্য সময় নষ্ট হলে কমতে পারে ওভার সংখ্যা। তবে ম্যাচ শেষ করার জন্য পাকিস্তানকে কমপক্ষে ২০ ওভার ব্যাট করতে হবে। ভারতের ইনিংস শেষ হওয়ার পরেই বাবর আজ়মদের জানিয়ে দেওয়া হয়েছে জয়ের লক্ষ্য।
বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমলে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতি অনুযায়ী ঠিক করা হবে পাকিস্তানের জয়ের লক্ষ্য। কত ওভার কমবে তার উপর নির্ভর করবে প্রয়োজনীয় রান। তবে পাকিস্তান কমপক্ষে ২০ ওভার ব্যাট করলেও বড় রান তাড়া করতে হবে বাবরদের। সে ক্ষেত্রে তাঁদের তুলতে হবে ১৮৭ রান। রবিবার খেলা থামার সময়ের হিসাব অনুযায়ী বাবরদের ২০ ওভারে জয়ের লক্ষ্য ছিল ১৮১ রান। সোমবার ভারত কোনও উইকেট না হারানোয়, বেড়েছে সেই লক্ষ্য।
শ্রীলঙ্কার আবহাওয়া দফতরে পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যা ৭.৩০ মিনিটের পর শুরু হতে পারে বৃষ্টি। চলতে পারে প্রায় এক ঘণ্টা। সঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়াও। বৃষ্টির সম্ভাবনা ৭০ থেকে ৭৫ শতাংশ। ফলে পাকিস্তানের লক্ষ্য থাকবে উইকেট বাঁচিয়ে খেলার।