শ্রীলঙ্কাকে হারাতে পারলে চাপ কিছুটা কমবে রোহিতদের উপর থেকে। ফাইল ছবি।
সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে চাপে ভারতীয় দল। এশিয়া কাপের ফাইনালে উঠতে মঙ্গলবার জিততে হবে রোহিত শর্মাদের। হেরে গেলেও সুযোগ থাকবে। সে ক্ষেত্রে আফগানিস্তানের বিরুদ্ধে বৃহস্পতিবার জিততেই হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও।
সোমবার পর্যন্ত পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন দাসুন শনাকারা। পাকিস্তান রয়েছে দ্বিতীয় স্থানে। নেট রান রেট ভাল থাকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। শেষে আফগানিস্তান। সুপার ফোরের সেরা দু’টি দল ফাইনালে উঠবে। ভারত বাকি দু’টি ম্যাচই জিততে পারলে সরাসরি ফাইনালে চলে যেতে পারে। পাকিস্তান যদি তিনটি ম্যাচই জেতে এবং ভারত বাকি দু’টি ম্যাচ জেতে, তা হলে ফাইনালে যাওয়ার পথ সহজ। পাকিস্তান ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে এবং ভারত চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসাবে ফাইনালে উঠবে। তেমন না হলে নেট রান রেট ভাল রাখতে হবে ভারতীয় দলকে। যদি তিনটি দলের পয়েন্ট চার হয়, তা হলে নেট রান রেটের বিচারে সেরা দু’টি দল আগামী রবিবার ফাইনাল খেলবে।
পাকিস্তান যদি বাকি দু’টি ম্যাচই হেরে যায় এবং ভারত যদি বাকি দু’টি ম্যাচই জেতে তা হলে ফাইনালে রোহিতদের দেখা হবে শনাকাদের সঙ্গে। তেমন হলে, ভারত এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে চার। পাকিস্তান আটকে যাবে দুই পয়েন্টে। আফগানিস্তানের পয়েন্টও হবে দুই।
শ্রীলঙ্কার কাছে ভারত হেরে গেলে কী হবে? সে ক্ষেত্রে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতকে শুধু পরের ম্যাচে জিতলেই হবে না। পাকিস্তানকেও হারতে হবে শেষ দু’টি ম্যাচ। তা হলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ছয়। ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের পয়েন্ট হবে দুই। নেট রান রেটের ভিত্তিতে ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে রোহিতদের সামনে।
বাকি দু’টি ম্যাচ ভাল ব্যাবধানে জিততে পারলে অবশ্য ভারতকে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে না। পয়েন্টের ভিত্তিতে বা ভাল নেট রান রেটের সুবাদে রোহিতদের ফাইনালে যাওয়ার পথ সহজ হবে।