Asia Cup 2022

Asia Cup 2022: পাঁচ কারণ: যে ভাবে পাকিস্তানকে হারাল ভারত

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে টি২০ বিশ্বকাপে হারের বদলা নিল ভারত। কোন পাঁচ কারণে জিতল রোহিতে দল?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ২৩:৫৬
Share:

এশিয়া কাপে জয় দিয়ে শুরু হার্দিক, রোহিতদের। ছবি: পিটিআই

দশ মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে উড়ে গিয়েছিল ভারত। এ বার এশিয়া কাপে বাবর আজমদের হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন রোহিত শর্মারা। কোন পাঁচ কারণে পাকিস্তানকে হারাল ভারত? বিশ্লেষণে আনন্দবাজার অনলাইন।

এক, গুরুত্বপূর্ণ টস জেতা। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছিলেন, তিনি টস জিতলে ফিল্ডিং নিতেন।

Advertisement

দুই, ১৫তম ওভারে হার্দিক পাণ্ড্যের দু’উইকেট তুলে নেওয়া। জমে যাওয়া এবং বিপজ্জনক দেখানো মহম্মদ রিজওয়ানকে ফেরান প্রথম বলে। খুশদিল শাহকে ফেরান তৃতীয় বলে।

তিন, দুর্দান্ত বোলিং ভুবনেশ্বর কুমারের। নিজের দ্বিতীয় ওভারেই ফেরান বাবর আজমকে। পরে পাকিস্তানের মিডল অর্ডারকে ভাঙেন। তুলে নেন শাদাব খান, আসিফ আলির উইকেট। মোট চার উইকেট নেন ভুবি।

Advertisement

চার, ভুবনেশ্বর, হার্দিক এবং রবীন্দ্র জাডেজার ওভারে রানই করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। তিন জনের ১০ ওভারে ওঠে মাত্র ৬২ রান।

পাঁচ, পঞ্চম উইকেটে হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজার ৫২ রানের জুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement