Ollie Robinson

Ollie Robinson: জোরে বোলার হঠাৎই হয়ে গেলেন স্পিনার! অবাক কাণ্ড অ্যাশেজে

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রবল চাপে ইংল্যান্ড। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে কার্যত হারের মুখে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৭:২৮
Share:

অলি রবিনসন। ছবি রয়টার্স

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রবল চাপে ইংল্যান্ড। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে কার্যত হারের মুখে তারা। এই অবস্থায়, অজি ব্যাটারদের আউট করার জন্য নতুন উপায় খুঁজে পেল ইংল্যান্ড। জোরে বোলার অলি রবিনসন শেষ পর্যন্ত হাত ঘুরিয়ে স্পিন বোলিং করলেন।

Advertisement

অভাবনীয় এই দৃশ্য দেখা গিয়েছে টেস্টের চতুর্থ দিন অস্ট্রেলিয়ার ইনিংসের সময়। আসলে, এই টেস্টে পাঁচ জোরে বোলার নিয়ে নেমেছে ইংল্যান্ড। প্রথম সারির কোনও স্পিনার নেই। প্রথম ইনিংসে রুট ২০ ওভার হাত ঘুরিয়েছিলেন। কিন্তু ব্যাট করার সময় তলপেটে আঘাত পাওয়ায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের প্রথম দিকে ফিল্ডিং করতে নামতে পারেননি।

হাতে কোনও স্পিনার না থাকায় শেষ মেশ রবিনসনকেই দ্বৈত ভূমিকা নিতে হয়। হাত ঘুরিয়ে তিনি অফস্পিন করেন বেশ কয়েক ওভার। তবে এর কিছুক্ষণ পরেই রুট ফিল্ডিং করতে নামেন। তখন তিনিই স্পিন বোলিং করতে শুরু করেন। তার পুরস্কারও পান। ৬ ওভার বল করে ২৭ রানে ২টি উইকেট নিয়েছেন তিনি।

Advertisement

দ্বিতীয় ইনিংয়ে ৯ উইকেটে ২৩০ তুলে ডিক্লেয়ার দেয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৬৮ রানের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement