দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার পর হতাশ লাবুশেন। ছবি: আইসিসি।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১১৬/৪। ইংল্যান্ডের থেকে এগিয়ে ১৪২ রানে।
ব্যাট করছেন মার্শ (১৭) এবং হেড (১৬)। অস্ট্রেলিয়া এগিয়ে ১৩৯ রানে।
ব্যাট করছেন মার্শ (৭) এবং হেড (১৩)। অস্ট্রেলিয়া এগিয়ে ১২৬ রানে।
খোয়াজাকে (৪৩) আউট করলেন ওকস। অস্ট্রেলিয়া ৯০/৪। ইংল্যান্ডের থেকে ১১৬ রানে এগিয়ে।
স্মিথকে (২) আউট করলেন মইন। শততম টেস্টের দু’ইনিংসেই রান পেলেন না অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। অস্ট্রেলিয়া ৭২/৩।
উইকেটে রয়েছেন খোয়াজা (২৫) এবং লাবুশেন (৩০)। অস্ট্রেলিয়া এগিয়ে ৮৩ রানে।
উইকেটে রয়েছেন খোয়াজা (২২) এবং লাবুশেন (১৩)। অস্ট্রেলিয়া এগিয়ে ৬৩ রানে।
অস্ট্রেলিয়া ২৯/১। উইকেটে রয়েছেন খোয়াজা (২০) এবং লাবুশেন (৭)। অস্ট্রেলিয়া এগিয়ে ৫৫ রানে।
ব্যাট করছেন খোয়াজা (১৮) এবং লাবুশেন (৬)। অস্ট্রেলিয়া এগিয়ে ৫১ রানে।
ওয়ার্নারকে (১) আউট করলেন ব্রড। অস্ট্রেলিয়া ১১/১। ইংল্যান্ডের থেকে কামিন্সের দল এগিয়ে ৩৭ রানে।
অস্ট্রেলিয়া ৩/০। উইকেটে আছেন খোয়াজা (২) এবং ওয়ার্নার (১)।
স্টোকসকে (৮০) আউট করলেন মারফি। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২৩৭ রানে। অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে থাকল ২৬ রানে।
৮৬ বলে ৫৩ রান করে ব্যাট করছেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর সঙ্গে ২২ গজে রয়েছেন রবিনসন। ইংল্যান্ড ২০৫/৯।
ব্রডকে (৭) আউট করলেন কামিন্স। ইংল্যান্ড ১৯৯/৯। ৮৪ রানে ৬ উইকেট কামিন্সের। প্রথম ইনিংসে ইংল্যান্ড এখনও পিছিয়ে ৬৪ রানে।
ব্যাট করছেন স্টোকস (৪৫) এবং ব্রড (৭)। আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করেছেন ইংল্যান্ডের ব্যাটারেরা। অস্ট্রেলিয়াকে পাল্টা চাপে ফেলার চেষ্টা করছে ইংল্যান্ড। এখনও কামিন্সদের থেকে ৬৬ রানে পিছিয়ে তারা।
উডকে (২৪) আউট করলেন কামিন্স। ইংল্যান্ড ১৬৭/৮। ৫ উইকেট নিলেন কামিন্স।
ওকসকে (১০) আউট করলেন স্টার্ক। ইংল্যান্ড ১৪২/৭। ওকস আউট হওয়ার পর মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা আম্পায়ার নীতিন মেননের। ২২ গজে রয়েছেন স্টোকস (২৭)।