Ashes 2023

জমে গেল অ্যাশেজের তৃতীয় টেস্ট, দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ১৪২ রানে

অ্যাশেজ সিরিজ়ের প্রথম দু’টে টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সেরা ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছেন পাঁচ টেস্টের সিরিজ়ে। তৃতীয় টেস্ট তাই ইংল্যান্ডের কাছে গুরুত্বপূর্ণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৫:৩৩
Share:

দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার পর হতাশ লাবুশেন। ছবি: আইসিসি।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ২৩:০৮ key status

দ্বিতীয় দিনের খেলা শেষ

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১১৬/৪। ইংল্যান্ডের থেকে এগিয়ে ১৪২ রানে।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ২২:৫১ key status

অস্ট্রেলিয়া ১১২/৪

ব্যাট করছেন মার্শ (১৭) এবং হেড (১৬)। অস্ট্রেলিয়া এগিয়ে ১৩৯ রানে।

Advertisement
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ২২:৩১ key status

অস্ট্রেলিয়া ১০০/৪

ব্যাট করছেন মার্শ (৭) এবং হেড (১৩)। অস্ট্রেলিয়া এগিয়ে ১২৬ রানে।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ২২:১৫ key status

আউট খোয়াজা

খোয়াজাকে (৪৩) আউট করলেন ওকস। অস্ট্রেলিয়া ৯০/৪। ইংল্যান্ডের থেকে ১১৬ রানে এগিয়ে।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ২১:৪১ key status

আউট স্মিথ

স্মিথকে (২) আউট করলেন মইন। শততম টেস্টের দু’ইনিংসেই রান পেলেন না অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক। অস্ট্রেলিয়া ৭২/৩।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ২১:৩০ key status

আউট লাবুশেন

লাবুশেনকে (৩৩) আউট করলেন মইন। অস্ট্রেলিয়া ৬৮/২।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ২১:১০ key status

অস্ট্রেলিয়া ৫৭/১

উইকেটে রয়েছেন খোয়াজা (২৫) এবং লাবুশেন (৩০)। অস্ট্রেলিয়া এগিয়ে ৮৩ রানে।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ২০:৪৪ key status

অস্ট্রেলিয়া ৩৭/১

উইকেটে রয়েছেন খোয়াজা (২২) এবং লাবুশেন (১৩)। অস্ট্রেলিয়া এগিয়ে ৬৩ রানে।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ২০:১৮ key status

দ্বিতীয় দিনের চা পানের বিরতি

অস্ট্রেলিয়া ২৯/১। উইকেটে রয়েছেন খোয়াজা (২০) এবং লাবুশেন (৭)। অস্ট্রেলিয়া এগিয়ে ৫৫ রানে।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৯:৫১ key status

অস্ট্রেলিয়া ২৫/১

ব্যাট করছেন খোয়াজা (১৮) এবং লাবুশেন (৬)। অস্ট্রেলিয়া এগিয়ে ৫১ রানে।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৯:২৫ key status

আউট ওয়ার্নার

ওয়ার্নারকে (১) আউট করলেন ব্রড। অস্ট্রেলিয়া ১১/১। ইংল্যান্ডের থেকে কামিন্সের দল এগিয়ে ৩৭ রানে।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৯:২১ key status

দ্বিতীয় ইনিংস শুরু অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া ৩/০। উইকেটে আছেন খোয়াজা (২) এবং ওয়ার্নার (১)।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৯:০৪ key status

আউট স্টোকস

স্টোকসকে (৮০) আউট করলেন মারফি। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হল ২৩৭ রানে। অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে থাকল ২৬ রানে। 

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৮:৪৪ key status

অর্ধশতরান স্টোকসের

৮৬ বলে ৫৩ রান করে ব্যাট করছেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর সঙ্গে ২২ গজে রয়েছেন রবিনসন। ইংল্যান্ড ২০৫/৯।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৮:৪০ key status

আউট ব্রড

ব্রডকে (৭) আউট করলেন কামিন্স। ইংল্যান্ড ১৯৯/৯। ৮৪ রানে ৬ উইকেট কামিন্সের। প্রথম ইনিংসে ইংল্যান্ড এখনও পিছিয়ে ৬৪ রানে।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৮:৩২ key status

ইংল্যান্ড ১৯৭/৮

ব্যাট করছেন স্টোকস (৪৫) এবং ব্রড (৭)। আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করেছেন ইংল্যান্ডের ব্যাটারেরা। অস্ট্রেলিয়াকে পাল্টা চাপে ফেলার চেষ্টা করছে ইংল্যান্ড। এখনও কামিন্সদের থেকে ৬৬ রানে পিছিয়ে তারা।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৮:২১ key status

আউট উড

উডকে (২৪) আউট করলেন কামিন্স। ইংল্যান্ড ১৬৭/৮। ৫ উইকেট নিলেন কামিন্স।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৭:৩০ key status

আউট ওকস

ওকসকে (১০) আউট করলেন স্টার্ক। ইংল্যান্ড ১৪২/৭। ওকস আউট হওয়ার পর মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা আম্পায়ার নীতিন মেননের। ২২ গজে রয়েছেন স্টোকস (২৭)।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৭:১২ key status

আউট মইন

মইনকে (২০) আউট করলেন কামিন্স। ইংল্যান্ড ১৩১/৬।

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৩ ১৭:১০ key status

ইংল্যান্ড ১২৯/৫

ব্যাট করছেন মইন (২০) এবং স্টোকস (২৫)। অস্ট্রেলিয়ার থেকে ইংল্যান্ড পিছিয়ে ১৩৩ রানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement