অনুশীলনে রোহিত শর্মা (ডান দিকে) এবং বিরাট কোহলি (বাঁ দিকে)। বুধবার মুম্বইয়ে। ছবি: পিটিআই।
নিউ জ়িল্যান্ডের কাছে প্রথম দু’টি টেস্টে হেরে সিরিজ় খুইয়েছে ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়েতে তৃতীয় টেস্টে কোনও ঝুঁকি নিতে চাইছে না তারা। পুণেতে ঘূর্ণি উইকেটে জব্দ হলেও ওয়াংখেড়েতে একই রকম পিচ চাইছে ভারত। বুধবার ৩৫ জন নেট বোলারকে অনুশীলনে নিয়ে আসা হয়েছে। তাঁদের বেশির ভাগই স্পিনার।
জানা গিয়েছে, ভারতীয় দলের তরফে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার (এমসিএ) কাছে পর্যাপ্ত পরিমাণে নেট বোলারের আবেদন করা হয়েছিল। তবে ৩৫ জন নেট বোলার ভারত কেন, বিশ্বের যে কোনও দেশেই বিরল। দল আগেই জানিয়েছিল যে মুম্বইয়ে টেস্টের আগে কোনও ঐচ্ছিক অনুশীলন হবে না। প্রতিটি অনুশীলন বাধ্যতামূলক। সেই মতো দু’দিন বিরতির পর এ দিন অনুশীলনে নেমেছেন রোহিতেরা।
পুণে টেস্টে মিচেল স্যান্টনারের বলে ভুগেছে ভারত। দুই ইনিংস মিলিয়ে ১৩টি উইকেট নিয়েছেন তিনি। স্পিনারদের বিরুদ্ধে ভারতের ১৯টি উইকেট গিয়েছে। নিজেদের অস্ত্রে নিজেরাই ঘায়েল হলেও ওয়াংখেড়েতে একই ‘ফরমুলা’য় কিউয়িদের ঘায়েল করতে চায় ভারত।
এই মাঠে স্পিনারদের বিরুদ্ধে ভারতের রেকর্ডও ভাল। ওয়াংখেড়েতে পাঁচটি টেস্ট খেলে ৩৮টি উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সব বোলার মিলিয়ে সবচেয়ে বেশি। রবীন্দ্র জাডেজাও একটি ম্যাচ খেলে ছ’টি উইকেট পেয়েছেন।
পুণেতে যে ঘূর্ণি পিচ চাওয়া হয়েছে সেখানে প্রথম দিন থেকেই বল ঘুরতে শুরু করবে। পরীক্ষিত রাস্তাতেই হাঁটতে চাইছে ভারত। পুণের পিচও ঘূর্ণি ছিল। তবে সেই পিচে বাউন্স এবং মন্থরতাও ছিল। ওয়াংখেড়েতে লাল মাটির পিচ। সেখানে স্পিনের পাশাপাশি যথেষ্ট বাউন্সও থাকবে। ফলে দু’দলের ব্যাটারদেরই খেলা কঠিন হবে। ম্যাচ হয়তো পাঁচ দিন গড়াবেও না।