Anrich Nortje

India vs South Africa: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, ছিটকে গেলেন এই পেসার

নোখিয়ার পুরনো চোট সারেনি। সেই কারণেই খেলতে পারবেন না তিনি। এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৬:২০
Share:

—ফাইল চিত্র

ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগেই বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকা শিবিরে। চোটের জন্য খেলতে পারবেন না এনরিখ নোখিয়া। এই পেসারকে ছাড়াই বিরাট কোহলীদের বিরুদ্ধে নামবে দক্ষিণ আফ্রিকা।

নোখিয়ার পুরনো চোট সারেনি। সেই কারণেই খেলতে পারবেন না তিনি। এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন টেস্টের সিরিজে খেলতে পারবেন না নোখিয়া। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বলা হয়েছে, ‘তিন ম্যাচের সিরিজে নেই পেসার এনরিখ নোখিয়া। দুর্ভাগ্যবশত তাঁর চোট সারেনি। তবে তাঁর বদলে অন্য কাউকে দলে নেওয়া হয়নি।’

Advertisement

আইপিএল-এ নোখিয়া দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আটটি ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছেন।

২৬ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ভারতীয় দলেও নেই রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজার মতো ক্রিকেটার। নেই শুভমন গিল এবং অক্ষর পটেলও। জাডেজা এবং রোহিত চোট সারানোর জন্য এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement