Cricket Australia

Andrew McDonald: ফিঞ্চ, কামিন্সদের প্রধান কোচ হলেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, চার বছরের চুক্তি করল ক্রিকেট অস্ট্রেলিয়া

ম্যাকডোনাল্ড প্রধান কোচ হলেও তাঁর চাপ কমানোর জন্য সীমিত ওভারের কিছু সিরিজে দায়িত্ব সামলাবেন কোনও এক জন সহকারী কোচ। টেস্টে কোচ ম্যাকডোনাল্ডই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৩:০৩
Share:

অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ নিযুক্ত হলেন প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। জাস্টিন ল্যাঙ্গার দায়িত্ব ছাড়ার দু’মাস পরে ম্যাকডোনাল্ডকে নিযুক্ত করল ক্রিকেট অস্ট্রেলিয়া।

৪০ বছরের ম্যাকডোনাল্ডের সঙ্গে চার বছরের চুক্তি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সব ধরনের ক্রিকেটেই তিনিই দলের প্রধান কোচ হলেও তাঁর চাপ কমানোর জন্য এক অন্য সিদ্ধান্তও নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সীমিত ওভারের ক্রিকেটের কিছু সিরিজে দায়িত্ব সামলাবেন কোনও এক জন সহকারী কোচ।

Advertisement

জাতীয় ক্রিকেট দলের কোচের পদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় অস্ট্রেলিয়ায়। কারণ ক্রিকেট সে দেশের অবিচ্ছেদ্য অংশ। দায়িত্ব পেয়ে খুশি ম্যাকডোনাল্ড বলেছেন, ‘‘এই দুর্দান্ত সুযোগটা পেয়ে সম্মানিত বোধ করছি। আশা করছি দারুণ উত্তেজক একটা সময় কাটাতে পারব।’’

ম্যাকডোনাল্ড আরও বলেছেন, ‘‘আমার লক্ষ্য থাকবে উন্নতির সঙ্গে সঙ্গে অভিজ্ঞ দল গঠন করা। যে দলে যথেষ্ঠ গভীরতা থাকবে। সকলের সঙ্গে একযোগে কাজ করতে চাই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে।’’

Advertisement

ল্যাঙ্গারের স্থলাভিষিক্ত হওয়া কাজটা কঠিন হবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। কারণ কোচ হিসেবে অস্ট্রেলিয়াকে দারুণ সাফল্য দিয়েছেন ল্যাঙ্গার। তাঁর সময়ে অস্ট্রেলিয়া ৪-০ ব্যবধানে অ্যাশেজ জেতার পাশাপাশি প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। প্রাক্তন অলরাউন্ডার কোচের দায়িত্ব পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফিঞ্চ বলেছেন, ‘‘ওকে কখনও কোনও ফলাফল বা পরিস্থিতিতে হতাশ হতে দেখিনি। প্রস্তুতিটাই গুরুত্বপর্ণ হয়। সেটা ১০০ শতাংশ হওয়াটা জরুরি।’’ প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কও মনে করছেন সঠিক লোককেই দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য ম্যাকডোনাল্ড অস্ট্রেলিয়ার হয়ে চারটি টেস্ট খেলেছেন ম্যাকডোনাল্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement