BCCI

Women’s IPL: মহিলাদের আইপিএল! ১০ বছরে বদলে যাবে ভারতীয় ক্রিকেট, বললেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

বিসিসিআই পরিকল্পনা করলেও এখনও মহিলাদের আইপিএল নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বার্ষিক সাধারণ সভার বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। অনুমতি পাওয়া গেলে প্রথমে ছ’টি দলকে নিয়ে আইপিএল করার কথা ভাবছে বোর্ড।  

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ২১:২৩
Share:

মহিলাদের আইপিএল শুরু করার পরিকল্পনা করেছে বিসিসিআই। ফাইল চিত্র।

আগামী বছর থেকে ভারতে মহিলাদের আইপিএল শুরু করার পরিকল্পনা করেছে বিসিসিআই। সে রকম হলে ১০ বছর পরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের মহিলাদের দলকে হারানো অসম্ভব হবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার অ্যালিসা হিলি।

Advertisement

মহিলাদের আইপিএল প্রসঙ্গে হিলি বলেন, ‘‘মহিলাদের ক্রিকেটে এই বদলটাই দরকার। সঠিক পদক্ষেপ করার কথা ভাবছে বিসিসিআই। আমাদের দেশেও মহিলাদের বিগ ব্যাশ সফল। এই ধরনের প্রতিযোগিতার ফলে মহিলাদের খেলার মান আরও ভাল হয়। অনেক বেশি ক্রিকেটার উঠে আসে। আইপিএল হলে ভারতীয় ক্রিকেটেরও উন্নতি হবে।’’

মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে হিলির শতরানে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অস্ট্রেলিয়া। সেই হিলি বলেন, ‘‘ভারতে মহিলাদের ক্রিকেটে এখনও অনেক উন্নতি দরকার। তার জন্য কিছু বছর সময় লাগবে। তবে আমার মনে হয় ১০ বছর পরে ভারতকে মহিলাদের ক্রিকেটে হারানো অসম্ভব হয়ে যাবে। কারণ কোনও দেশের ঘরোয়া ক্রিকেট যত শক্তিশালী হবে, সেই দেশের জাতীয় দল ততটাই ভাল খেলবে।’’

Advertisement

বিসিসিআই পরিকল্পনা করলেও এখনও মহিলাদের আইপিএল নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বার্ষিক সাধারণ সভার বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। অনুমতি পাওয়া গেলে প্রথমে ছ’টি দলকে নিয়ে আইপিএল করার কথা ভাবছে বোর্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement