Bengal Pro T20 League

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি ক্রিকেট লিগে উদ্বোধন ম্যাচে মনোজ বনাম আকাশদীপ

ছেলেদের প্র‌ত‌্যেকটি ম‌্যাচ হবে ইডেনে ও মেয়েদের ম‌্যাচগুলি হবে যাদবপুর বিশ্ববিদ‌্যালয় সল্টলেক ক‌্যাম্পাসের মাঠে। ছেলেদের লিগের ম‌্যাচগুলি হবে দুপুর ১.৩০ ও সন্ধে সাতটা থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৪ ০৬:৩১
Share:

ইডেন গার্ডেন্স। —ফাইল চিত্র।

আগামী ১১ জুন থেকে শুরু হবে আট দলের বহু প্রতীক্ষিত বেঙ্গল প্রো টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। উদ্বোধনের দিনই ইডেনে মুখোমুখি হবে আকাশদীপের শিলিগুড়ি স্ম‌্যাশার্স ও মনোজ তিওয়ারির হারবার ডায়মন্ডস। মেয়েদের লিগ শুরু হবে তার পরের দিন থেকে।

Advertisement

ছেলেদের প্র‌ত‌্যেকটি ম‌্যাচ হবে ইডেনে ও মেয়েদের ম‌্যাচগুলি হবে যাদবপুর বিশ্ববিদ‌্যালয় সল্টলেক ক‌্যাম্পাসের মাঠে। ছেলেদের লিগের ম‌্যাচগুলি হবে দুপুর ১.৩০ ও সন্ধে সাতটা থেকে। অন‌্য দিকে মেয়েদের ম‌্যাচগুলি হবে সকাল ৮.৩০ ও দুপুর একটা থেকে। রাউন্ড রবিন পর্যায়ে খেলাগুলি হবে। সব মিলিয়ে মোট ৬২টি ম‌্যাচ হবে। ফাইনাল হবে আগামী ২৮ জুন। লিগ নিয়ে আগেই আশা প্রকাশ করেছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ‌্যায়।

এ দিকে চোটের কারণে লিগে খেলার সম্ভাবনা কম ওপেনার অভিমন‌্যু ঈশ্বরনের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement