Ajinkya Rahane

Ajinkya Rahane: চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন রহাণে, লক্ষ্য কি টেস্ট দলে ঢোকা

টেস্ট দলে ইদানীং রহাণের কথা ভাবাই হচ্ছে না। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে ভারতীয় দলে ঢুকতে চান তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ১৫:১৯
Share:

রহাণের চোখ জাতীয় দলে। ফাইল ছবি

আইপিএল চলাকালীন চোট পেয়ে ছিটকে যান। সেই চোট সেরে গিয়েছে অজিঙ্ক রহাণের। মুম্বই রাজ্য দলের প্রাক্-মরসুম প্রস্তুতি শিবিরে যোগ দিতে চলেছেন এই ব্যাটার। পরের সপ্তাহ থেকে মুম্বই রাজ্য সংস্থার ইন্ডোরে অনুশীলন শুরু করবেন তিনি।

Advertisement

এক সময় টেস্ট দলের নিয়মিত সদস্য থাকলেও, খারাপ ছন্দের কারণে বাদ পড়েছেন। ভারতীয় দলে ঢোকার জন্য রহাণে তাই ঘরোয়া ক্রিকেটই পাখির চোখ করেছেন বলে ঘনিষ্ঠ সূত্রের খবর। ঘরোয়া ক্রিকেটে প্রথমে সীমিত ওভারের ফরম্যাটের খেলাগুলি হবে। সেখানে রহাণে খেলতে চান। তার পর রঞ্জি ট্রফিতে। ভাল পারফর্ম করে আবার জাতীয় দলে ঢুকতে চাইছেন তিনি।

মুম্বইয়ের মুখ্য নির্বাচক সলিল আঙ্কোলা বলেছেন, “চোট সারিয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিরেছে রহাণে। এখন শারীরিক ভাবে ভাল জায়গায়। সম্প্রতি ওর সঙ্গে দেখা করেছি। ওর মতো অভিজ্ঞ ক্রিকেটার শিবিরে থাকলে তরুণ ক্রিকেটারদের অনেক উপকার হবে।”

Advertisement

তবে প্রাক্-মরসুম শিবির থেকে বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ উইকেটকিপার আদিত্য তারেকে। গত মরসুমে বিজয় হজারে ট্রফি থেকেও তাঁকে বাদ দেওয়া হয়। সীমিত ওভারের ক্রিকেটে তাঁরা যে তারেকে ভাবছেন না, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আঙ্কোলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement