Pakistan Cricket

আত্মজীবনীতে অভিনয় করুন ব্র্যাড পিট, চান বাবরদের দলের এক ক্রিকেটার, কে তিনি?

পাকিস্তানের এক ক্রিকেটার চান, তাঁর আত্মজীবনী হলে অভিনয় করুন ব্র্যাড পিট। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হলে হলিউড অভিনেতার নাম করেছেন বাবর আজ়মের সতীর্থ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ ১৮:৫৮
Share:

পাকিস্তান ক্রিকেট দল। —ফাইল চিত্র

তিনি চান আত্মজীবনী হলে তাঁর চরিত্রে অভিনয় করুন ব্র্যাড পিট। এমনটাই ইচ্ছা পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেহজ়াদের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হলে হলিউড অভিনেতার নাম করেছেন শেহজ়াদ।

Advertisement

সাক্ষাৎকারে শেহজ়াদকে প্রশ্ন করা হয় যে যদি তাঁর আত্মজীবনী হয় তা হলে কোনও অভিনেতাকে তাঁর চরিত্রে অভিনয় করা উচিত? সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ব্র্যাডের নাম করেন তিনি। শেহজ়াদের জবাব শুনে হেসে ফেলেন সঞ্চালকও।

কেরিয়ারের শুরুটা ভাল করলেও দীর্ঘ দিন ধরে পাকিস্তানের জাতীয় দলে জায়গা পাননি শেহজ়াদ। শেষ বার তিনি খেলেছিলেন ২০১৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে । এর আগে নিজের দলে জায়গা না পাওয়া নিয়েও মুখ খুলেছিলেন শেহজ়াদ। জানিয়েছিলেন, খেলার সুযোগ না পেলে কী ভাবে নিজের যোগ্যতা প্রমাণ করবেন তিনি। একটি সুযোগ চেয়েছিলেন। কিন্তু পাননি।

Advertisement

পাকিস্তানের হয়ে ১৩টি টেস্ট, ৮১টি এক দিনের ম্যাচ ও ৫৯টি টি-টোয়েন্টি খেলেছেন শেহজ়াদ। টেস্টে ৯৮২, এক দিনের ম্যাচে ২৬০৫ ও টি-টোয়েন্টিতে ১৪৭১ রান করেছেন তিনি। এক সময় পাকিস্তান ক্রিকেটের উজ্জ্বল প্রতিভা বলা হত তাঁকে। কিন্তু ফর্ম খারাপ হওয়ায় দল থেকে বাদ পড়ার পরে আর সুযোগ পাননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement