অভিষেক পোড়েল। —ফাইল চিত্র।
ধারাবাহিকতা বজায় রেখেছেন অভিষেক পোড়েল। সৈয়দ মুস্তাক আলিতে টি-টোয়েন্টি ফরম্যাটের পর এ বার বিজয় হজারেতে এক দিনের ফরম্যাটেও সমান উজ্জ্বল তিনি। প্রথম ম্যাচে দিল্লিকে ৬ উইকেটে হারাল বাংলা। ২৭৩ রান তাড়া করতে নেমে একাই ১৭০ রান করেন অভিষেক। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
হায়দরাবাদের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান করে দিল্লি। ওপেনার বৈভব কান্ডপাল করেন ৪৭ রান। অধিনায়ক আয়ুষ বাদোনি ৪১ রান করেন। মাঝে পর পর উইকেট পড়লেও দিল্লির ইনিংস টানেন হিম্মত সিংহ ও অনুজ রাওয়াত। হিম্মত করেন ৬০ রান। অনুজ ৭৯ রানে অপরাজিত থাকেন।
এই ম্যাচে মহম্মদ শামিকে বিশ্রাম দিয়েছিল বাংলা। ফলে দলের বোলিং আক্রমণের ভার ছিল মুকেশ কুমারের কাঁধে। অস্ট্রেলিয়া থেকে সিরিজ়ের মাঝপথে ফিরে নিরাশ করেননি মুকেশ। ৬৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক। অপর ওপেনার করণ লাল রান পাননি। অধিনায়ক সুদীপ ঘরামি (২৩) ও অনুষ্টুপ মজুমদার (৩৭) শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি। অন্য প্রান্তে উইকেট পড়লেও খেলার ধরন বদলাননি অভিষেক। একই রকম আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান তিনি।
ইশান্ত শর্মা, নবদীপ সাইনিদের বোলিং আক্রমণ অভিষেককে সমস্যায় ফেলতে পারেননি। বাকিরা বড় রান না পাওয়ায় অভিষেক জানতেন, শেষ পর্যন্ত খেলতে হবে তাঁকে। সেটাই করেন তিনি। শতরানের পর আবার নতুন করে গার্ড নেন। ইনিংসে ১৮টি চার ও সাতটি ছক্কা মারেন অভিষেক। শেষ পর্যন্ত ৫১ বল বাকি থাকতে দলকে জিতিয়ে দেন অভিষেক। ১৩০ বলে ১৭০ রান করে অপরাজিত থাকেন বাংলার এই বাঁহাতি ওপেনার।