Shreyas Iyer

১০ ছক্কা, ৫০ বলে শতরান বিজয় হজারেতে মাতালেন কেকেআরের ছেড়ে দেওয়া অধিনায়ক

বিজয় হজারে ট্রফির প্রথম ম্যাচে দাপট শ্রেয়স আয়ারের। কর্ণাটকের বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচে মাত্র ৫০ বলে শতরান করলেন তিনি। এ দিকে, লিস্ট এ ক্রিকেটে নজির গড়লেন পঞ্জাবের অনমোলপ্রীত সিংহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৬
Share:

শ্রেয়স আয়ার। — ফাইল চিত্র।

বিজয় হজারে ট্রফির প্রথম ম্যাচে দাপট শ্রেয়স আয়ারের। কর্ণাটকের বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচে মাত্র ৫০ বলে শতরান করলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক। পাঁচটি চার এবং দশটি ছয়ের সাহায্যে ৫৫ বলে ১১৪ রান করেছেন তিনি। এ দিকে, ৩৫ বলে শতরান করে লিস্ট এ ক্রিকেটে নজির গড়লেন পঞ্জাবের অনমোলপ্রীত সিংহ।

Advertisement

শ্রেয়সের শতরানের সৌজন্যে কর্ণাটকের বিরুদ্ধে ৩৮২/৪ রানের লক্ষ্যমাত্রা রাখে মুম্বই। শুরুতে অঙ্গকৃশ রঘুবংশীর উইকেট হারালেও আয়ুষ মাত্রে এবং হার্দিক তামোরে দ্বিতীয় উইকেটে ১৪১ রান যোগ করেন। ৮২ বলে ৭৮ করে মাত্রে ফেরার পর নামেন শ্রেয়স। তিনি শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন। শিবম দুবের সঙ্গে ১৪৮ রানের জুটি গড়ে মুম্বইকে বড় রান তুলতে সাহায্য করেন শ্রেয়স। জবাবে কর্ণাটক আরও দ্রুততার সঙ্গে রান তুলতে থাকে। ৩৮২ তুলেও ২২ বল বাকি থাকতে হেরে গিয়েছে মুম্বই।

৩০ বছরের শ্রেয়স এ বছর ঘরোয়া ক্রিকেটে ভালই ফর্মে রয়েছেন। রঞ্জি ট্রফিতে চার ম্যাচে ৪৫২ রান করেছেন। গড় ৯০.৪০। একটি দ্বিশতরান রয়েছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নয় ম্যাচে ৩৪৫ রান করেছেন শ্রেয়স। ট্রফিও জিতিয়েছেন মুম্বইকে। ভারতীয় দলের জার্সিতে শেষ বার অগস্টে তিনি খেলেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে।

Advertisement

এ দিকে, লিস্ট এ (৫০ ওভার) ক্রিকেটে তৃতীয় দ্রুততম শতরান করেছেন অনমোলপ্রীত। জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক (২৯ বল) এবং এবি ডিভিলিয়ার্স (৩১) দ্রুততম শতরানের তালিকায় প্রথম দুই স্থানে রয়েছেন। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন অনমোলপ্রীত। দ্বিতীয় ওভারে অভিষেক শর্মা ফেরার পর তিনি ব্যাট করতে নামেন। ১১টি চার এবং আটটি ছয়ের সাহায্যে শতরান করেছেন তিনি। অরুণাচলের ১৬৪ রান মাত্র ১২.৫ ওভারেই তুলে নেয় পঞ্জাব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement