U19 Women's T20 Asia Cup

চার উইকেট আয়ুষীর, অপরাজিত থেকেই মহিলাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত

মহিলাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দাপট দেখিয়েই চলেছে ভারত। শুক্রবার শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠে গেল তারা। চার উইকেট নিয়ে ভারতকে জিততে সাহায্য করলেন আয়ুষী শুক্ল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৬
Share:

ম্যাচের সেরার পুরস্কার হাতে আয়ুষী। ছবি: সমাজমাধ্যম।

মহিলাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দাপট দেখিয়েই চলেছে ভারত। শুক্রবার শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠে গেল তারা। চার উইকেট নিয়ে ভারতকে জিততে সাহায্য করলেন আয়ুষী শুক্ল। অপরাজিত থেকে ফাইনালে উঠে গেল ভারত।

Advertisement

বাঁহাতি স্পিনার আয়ুষী চার ওভার বল করে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। তাঁর বোলিংয়ের জেরে শ্রীলঙ্কাকে নির্ধারিত ২০ ওভারে ৯৮/৯ স্কোরে আটকে রাখে ভারত। আর এক বাঁহাতি স্পিনার পারুনিকা সিসোদিয়া দু’উইকেট নিয়েছেন। ভারতের দাপট এতটাই ছিল যে সুমুদু নিশনসলা (২১) এবং অধিনায়ক মানুদি নানায়াক্কারা (৩৩) ছাড়া কেউ দু’অঙ্কের রান ছুঁতে পারেননি।

তবে রান তাড়া করতে নেমে ভারতেরও শুরুটা ভাল হয়নি। তৃতীয় বলেই ওপেনার ঈশ্বরী আসওয়ারে নিজের দোষে রান আউট হন। শ্রীলঙ্কার চামোদি প্রবোদার (৩/১৬) বোলিংয়ের সামনে ভারতীয় দল ভাল খেলতে পারেনি। তবে জি কমলিনী (২৮) এবং গোঙ্গাডি তৃষা (৩২) ভারতকে জয়ের রাস্তায় পৌঁছে দেন। তাঁরা আউট হওয়া পর ১৭ রানের ইনিংস খেলে ভারতকে ৩১ বল বাকি থাকতে জেতান মিথিলা বিনোদ।

Advertisement

প্রতিযোগিতার প্রথম ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছিল ভারত। এর পর বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে হারাল। তবে নেপাল ম্যাচে কোনও ফলাফল হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement