Virat Kohli

বিরাট-স্পর্শ! ইনদওরে মাঠের মধ্যে ঢুকে কোহলিকে জড়িয়ে ধরলেন এক দর্শক

আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের মাঝেই মাঠে লোক ঢুকে পড়ল। এক ব্যক্তি ঢুকে দৌড় দিলেন বিরাট কোহলির দিকে। বিরাটের পা ছুঁয়ে প্রণাম করলেন তিনি। জড়িয়েও ধরলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪ ২৩:০১
Share:

ইনদওরে মাঠের মধ্যে ঢুকে বিরাট কোহলিকে জড়িয়ে ধরলেন এক ব্যক্তি। ছবি: পিটিআই।

আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের মাঝেই মাঠে লোক ঢুকে পড়ল। এক ব্যক্তি ঢুকে দৌড় দিলেন বিরাট কোহলির দিকে। বিরাটের পা ছুঁয়ে প্রণাম করলেন তিনি। জড়িয়েও ধরলেন। তুকোগঞ্জ থানায় তাঁকে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কাছে স্টেডিয়ামে ঢোকার টিকিট ছিল, কিন্তু তিনি কোনও ভাবে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে মাঠের ভিতরে ঢুকে পড়েন।

Advertisement

বিরাটের ভক্ত সারা ভারত জুড়ে। ১৪ মাস পর তিনি ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে নেমেছিলেন। ফিল্ডিং করার সময় তাঁকে ছোঁয়ার জন্য এক ব্যক্তি মাঠে ঢুকে পড়েন। সেই ব্যক্তি বিরাটকে ছুঁয়ে নিজের আশা পূরণ করতে পারলেও প্রশ্ন উঠছে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে। এর আগে বিভিন্ন সময়, বিভিন্ন মাঠে লোক ঢুকে পড়েছে। তাঁরা কখনও কখনও তারকাদের কাছে পৌঁছেও যান। কিন্তু খেলার মাঝে এমন ঘটনা ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে চিন্তা তৈরি করে।

ম্যাচে বিরাট ১৬ বলে ২৯ রানের একটি ইনিংস খেলেন। রোহিত শর্মা শূন্য রানে আউট হওয়ার পর বিরাটের সেই ইনিংস ভারতকে ভরসা দেয়। আফগানিস্তান প্রথমে ব্যাট করে ১৭২ রান করেছিল। ২৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত। যশস্বী ৩৪ বলে ৬৮ রান করেন। ৩২ বলে ৬৩ রান করেন শিবম দুবে। তাঁদের ইনিংস ভারতকে জয় এনে দেয়। ম্যাচের সেরা হয়েছেন অক্ষর পটেল। তিনি ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement