IPL 2025 Retention

আইপিএলে কোন দল কাকে রাখবে? ‘রিটেনশন’-এর আগে সম্ভাব্য তালিকা বাছল আনন্দবাজার অনলাইন

বৃহস্পতিবার বিকেলে আইপিএলের ‘রিটেনশন’ ঘোষণা। বড় নিলামের আগে ১০টি দল কাদের ধরে রাখবে, তা জানা যাবে। প্রতিটি দলের ধরে রাখা ক্রিকেটারদের সম্ভাব্য নামগুলি বেছে নিল আনন্দবাজার অনলাইন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১২:৩৩
Share:

মহেন্দ্র সিংহ ধোনি (বাঁ দিকে), রোহিত শর্মা (মাঝে) এবং হার্দিক পাণ্ড্য। — ফাইল চিত্র।

আইপিএলের ‘রিটেনশন’ করা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার। বিকেল ৫টার মধ্যে বোর্ডের কাছে প্রতিটি দলকেই ক্রিকেটারদের নামের তালিকা তুলে দিতে হবে। কোনও দলই এখনও প্রকাশ্যে ধরে রাখা ক্রিকেটারদের নাম জানায়নি। তবে প্রায় প্রতিটি দলের সূত্রেই বিভিন্ন নাম ভেসে বেড়াচ্ছে।

Advertisement

কিছু কিছু দলের ক্ষেত্রে যেমন ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় নিশ্চিত ভাবে কয়েক জনের নাম বলে দেওয়া যায়, তেমনই কিছু ক্রিকেটারদের নিয়ে শেষ পর্যন্ত জল্পনা চলে। প্রতিটি দলের ধরে রাখা ক্রিকেটারদের সম্ভাব্য নামগুলি বেছে নিল আনন্দবাজার অনলাইন।

গুজরাত টাইটান্স

Advertisement

২০২২ সালের চ্যাম্পিয়ন এবং ২০২৩ সালের রানার-আপ দল গত বছর হার্দিক পাণ্ড্যকে হারিয়েছে। শেষ করেছে সপ্তম স্থানে। তবে সাফল্য পাওয়া ক্রিকেটারদের ছেড়ে দিতে রাজি নয় গুজরাত। তারা চাইছে ‘কোর’, অর্থাৎ মূল দলটিকে ধরে রাখতে। সেই তালিকায় যেমন অভিজ্ঞ নাম রয়েছে তেমনই তরুণ ক্রিকেটারদের উপরেও ভরসা রাখা হয়েছে। গুজরাত ধরে রাখতে পারে শুভমন গিল, রশিদ খান, সাই সুদর্শন, শাহরুখ খান এবং রাহুল তেওয়াটিয়াকে।

লখনউ সুপার জায়ান্টস

গত মরসুমে দলের কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কার সঙ্গে কেএল রাহুলের বিবাদ কারও নজর এড়ায়নি। গোয়েন্‌কা সব সময় সাফল্যে বিশ্বাস করেন। তার জন্য অর্থ খরচ করতে কার্পণ্য করেননি। রাহুলের মানসিকতা এবং খেলার কৌশল তাঁর ভাল লাগেনি বলেই শোনা গিয়েছে। সে কারণে এ বার তারা রাহুলকে ধরে রাখতে রাজি নয়। বরং অভিজ্ঞ এবং প্রতিষ্ঠিত ব্যাটার নিকোলাস পুরানের উপর ভরসা রেখেছে। পাশাপাশি রয়েছে তরুণ ক্রিকেটারেরাও। লখনউ ধরে রাখতে পারে নিকোলাস পুরান, মায়াঙ্ক যাদব, আয়ুষ বাদোনি এবং রবি বিষ্ণোইকে।

মুম্বই ইন্ডিয়ান্স

গত আইপিএলের আগে রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পরেই বোঝা গিয়েছিল মুম্বইয়ে সব ঠিক নেই। প্রথম মরসুমে দলকে সে ভাবে সাফল্য দিতে পারেননি হার্দিক। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভেবে হার্দিককে ধরে রাখা হতে পারে। অন্য দিকে একাধিক দলে যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও রোহিত শর্মাকে মুম্বই ধরে রাখবে বলেই জানা গিয়েছে। তাদের তালিকা হতে পারে এ রকম: রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা।

চেন্নাই সুপার কিংস

বোর্ড ‘রিটেনশন’-এর নিয়ম প্রকাশ করার পরেই স্পষ্ট হয়েছিল যে আইপিএলে আরও অন্তত এক বছর মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা যেতে চলেছে। মাত্র চার কোটি টাকায় ‘আনক্যাপড’ ক্রিকেটার হিসাবে খেলবেন ধোনি। চেন্নাই বরাবরই ভবিষ্যতের কথা ভাবে। তাই এমন ক্রিকেটারদের ধরে রাখা হতে পারে যাঁরা আগামী দিনে সাফল্য দিতে পারেন। তাদের তালিকা হল: রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাডেজা, রাচিন রবীন্দ্র, মাথিশা পাথিরানা এবং মহেন্দ্র সিংহ ধোনি।

সানরাইজার্স হায়দরাবাদ

নিলামের টেবিলে ঝড় তুললেও আইপিএলে হায়দরাবাদের পারফরম্যান্স বরাবরই হতাশাজনক। তবে গত বার প্যাট কামিন্সে ভরসা রেখে ফাইনালে উঠেছিল তারা। এ বার তাঁকে ধরে রাখা হবে। হায়দরাবাদের তালিকা হতে পারে এ রকম: প্যাট কামিন্স, হেনরিক ক্লাসেন, অভিষেক শর্মা, ট্রেভিস হেড এবং আব্দুল সামাদ।

দিল্লি ক্যাপিটালস

দিল্লির দায়িত্বে আর রিকি পন্টিং এবং সৌরভ গঙ্গোপাধ্যায় নেই। এসেছে নতুন জুটি হেমাঙ্গ বাদানি এবং বেণুগোপাল রাও। তাঁরা কী ভাবনাচিন্তা করছেন তার প্রভাব দেখা যেতে পারে ‘রিটেনশন’ তালিকায়। আগামীর কথা ভেবে দিল্লির তালিকা হতে পারে এ রকম: ট্রিস্টান স্টাবস, কুলদীপ যাদব, অক্ষর পটেল, অভিষেক পোড়েল।

পঞ্জাব কিংস

প্রীতি জিন্টার দল গত আইপিএলে আবারও হতাশ করেছে। প্রতিভাবান ক্রিকেটারদের নিয়েও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। মহা নিলামে গোটা দলের খোলনলচে বদলে ফেলতে পারে তারা। একমাত্র আরশদীপ সিংহ বাদে হয়তো কাউকেই ধরে রাখবে না।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

প্রথম আইপিএল থেকে বেঙ্গালুরুতে খেলছেন বিরাট কোহলি। তাঁকে যে ধরে রাখা হবে তা নিয়ে সন্দেহ থাকারই কথা নয়। কত টাকায় ধরে রাখা হবে সেটাই আসল প্রশ্ন। এ ছাড়া বেঙ্গালুরু ধরে রাখতে পারে মহম্মদ সিরাজ, যশ দয়াল, রজত পাটীদারকে।

রাজস্থান রয়্যালস

নিলামে পরিকল্পিত ভাবনা নিয়ে বসার কারণে সুনাম রয়েছে রাজস্থানের। কুমার সঙ্গকারার ঠান্ডা মাথা অতীতে বহু যুদ্ধে জিতিয়েছে তাদের। এ বার রয়েছে রাহুল দ্রাবিড়ও। অন্য রকম ভাবনাচিন্তা নিয়েই নামবে তারা। সেই ভাবনার ছাপ দেখা যেতে পারে ‘রিটেনশন’ তালিকাতেও। রাজস্থান ধরে রাখতে পারে জস বাটলার, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পরাগকে।

কলকাতা নাইট রাইডার্স

গত মরসুমের বিজয়ী দল। তবে এ বার গৌতম গম্ভীর, অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতেরা দল ছেড়ে গিয়েছেন। শ্রেয়স আয়ারের সঙ্গে দরকষাকষির পর তাঁকে নিয়েও আগ্রহ হারিয়েছে কেকেআর। দীর্ঘ দিন ধরে যাঁরা কেকেআরকে সাফল্য দিয়েছেন তাঁদের ধরে রাখা হতে পারে। কেকেআরের তালিকা হতে পারে এ রকম: সুনীল নারাইন, রমনদীপ সিংহ, রিঙ্কু সিংহ, হর্ষিত রানা, আন্দ্রে রাসেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement