Cricket

করোনা আক্রান্ত সাত, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে উদ্বেগ  

ম্যান্ডেলার দেশেও ক্রিকেট ফেরানোর কথা ভেবেছিল ক্রিকেট সাউথ আফ্রিকা।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ২৩ জুন ২০২০ ১৫:০০
Share:

করোনার থাবা দক্ষিণ আফ্রি্কার ক্রিকেটে। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে করোনাভাইরাসের হানা। সে দেশের ক্রিকেটের সঙ্গে জড়িত ৭ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।

Advertisement

করোনা আতঙ্ক কাটিয়ে ইতালি, জার্মানি, স্পেনে ফিরেছে ফুটবল। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের বল গড়াচ্ছে আগামী মাসে।

ম্যান্ডেলার দেশেও ক্রিকেট ফেরানোর কথা ভেবেছিল ক্রিকেট সাউথ আফ্রিকা। কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত এমন সাত জনের করোনা ধরা পড়ায় এখনই আর মাঠে ফেরানো হবে না ক্রিকেট।

Advertisement

সাউথ আফ্রিকা ক্রিকেটের সঙ্গে যুক্ত সাপোর্ট স্টাফ ও প্লেয়ার মিলিয়ে মোট ১০০ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। তাদের মধ্যে সাত জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। ক্রিকেট সাউথ আফ্রিকার কর্তা জ্যাক ফল জানিয়েছেন, ‘‘একশো জনের মধ্যে আক্রান্ত সাত— এই সংখ্যাটা খুবই কম।’’

আরও পড়ুন: ‘মাঠে ফিরলে ভয়ঙ্কর হয়ে উঠবে শান্ত বুমরা’

ক্রিকেট সাউথ আফ্রিকা অবশ্য আক্রান্তদের পরিচয় জানায়নি।

ক্রিকেটার ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়ছেন। সেই খবরই আসছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের তিন ক্রিকেটার করোনা আক্রান্ত। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার মাশরাফি মোর্তাজাও করোনায় আক্রান্ত। এ বার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটেও করোনার থাবা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement