—ফাইল চিত্র।
এই বছরের আইপিএলের নিলামের সম্ভাব্য দিন স্থির হয়েছে ১১ ফেব্রুয়ারি। আইপিএলের গভর্নিং কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে আটটি ফ্র্যাঞ্চাইজিকে জানাতে হবে কোন কোন ক্রিকেটারকে কারা রাখতে চায়, আর কোন কোন ক্রিকেটারকে কারা রিলিজ করে দিতে চায়। যদিও আইপিএলের সূচী নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কোথায় আইপিএলের এই নিলাম হবে, সেটাও এখনও ঠিক হয়নি। এ বছরের আইপিএল ভারতে করা সম্ভব কিনা, তা ঠিক করতে তিন সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। এই কমিটিতে থাকতে পারেন প্রাক্তন ব্যাটসম্যান ব্রিজেশ প্যাটেল ও প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা। করোনার প্রকোপ যদি বাড়তে থাকে, তাহলে গতবারের মতো সংযুক্ত আরব আমিরশাহিতেই হতে পারে এই বছরের আইপিএলও। তবে ভারতই প্রথম পছন্দ বিসিসিআইয়ের। সবটাই নির্ভর করছে রবিবার থেকে শুরু হতে চলা মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির ওপর। এই টুর্নামেন্ট ভালোভাবে আয়োজন করতে পারলে আইপিএলও ভারতেই অনুষ্ঠিত হতে পারে।
আরও পড়ুন: পন্থের সুযোগ নষ্টের প্রদর্শনী, বৃষ্টিবিঘ্নিত সিডনিতে প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া