Asia Cup 2020

পাঁচ মাস পরের এশিয়া কাপ নিয়েও এ বার বাড়ছে অনিশ্চয়তা

এ বারের এশিয়া কাপের আয়োজক হল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু, ভারত পাকিস্তানে এসে খেলবে না জানানোয় তা সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার কথা। কিন্তু, সেখানেই এখন লকডাউন চলছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২০ ১২:০৪
Share:

২০১৮ সালের আইপিএলে রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। —ফাইল চিত্র।

করোনার দাপটে একের পর এক বাতিল হয়ে যাচ্ছে টুর্নামেন্ট। এ বার সেই তালিকায় নাম লেখানোর পথে এশিয়া কাপ। যা এ বার টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ার কথা।

Advertisement

এক বছর পিছিয়ে গিয়েছে অলিম্পিক্স। ইউরো কাপ, কোপা আমেরিকাও হবে পরের বছর। এ বছর উইম্বলডনও হচ্ছে না। কয়েক মাস পিছিয়ে গিয়েছে ফরাসি ওপেন। ক্রিকেটে আইপিএল নিয়ে অনিশ্চয়তা চরমে। সদ্য পিছিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া-বাংলাদেশের টেস্ট সিরিজ। এই আবহে সেপ্টেম্বরে হতে চলা এশিয়া কাপকেও অনিশ্চিত দেখাচ্ছে।

আরও পড়ুন: ১৫ এপ্রিল থেকে আইপিএল অসম্ভব, বলছেন রাজীব​

Advertisement

আরও পড়ুন: করোনার জেরে স্থগিত হয়ে গেল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর​

এ বারের এশিয়া কাপের আয়োজক হল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু, ভারত পাকিস্তানে এসে খেলবে না জানানোয় তা সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার কথা। কিন্তু, সেখানেই এখন লকডাউন চলছে। যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ফলে, টুর্নামেন্ট হওয়া নিয়ে সংশয় বাড়ছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহেসান মানি বলেছেন, “এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখনও অবশ্য কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরো বিশ্ব জুড়েই এখন অনিশ্চিত অবস্থা। সেপ্টেম্বরে পরিস্থিতি কী দাঁড়াবে, তা এখনই বলা মুশকিল। পুরোটাই নির্ভর করছে অনেকগুলো ফ্যাক্টরের উপর। এখন জল্পনা করে লাভ হবে না। হয়তো চলতি মাসের শেষে একটা পরিষ্কার চিত্র মিলবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement