গাওস্কর-শোয়েব
ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সুনীল গাওস্করের মন্তব্যের জবাব দিলেন শোয়েব আখতার। মঙ্গলবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেছিলেন, ‘‘লাহৌরে তুষারপাত হতে পারে, ভারত-পাক দ্বৈরথ নয়।’’ যার জবাবে বুধবার শোয়েব টুইটারে লাহৌরে তুষারপাত হওয়ার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘সানি ভাই লাহৌরে গত বছর কিন্তু তুষারপাত হয়েছিল। তাই কিছুই অসম্ভব নয়।’’
কয়েক দিন আগে শোয়েব বলেছিলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সংগ্রহ করতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলা উচিত। এর পরেই গাওস্কর ইউটিউবে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজার সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, এই সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। তাঁর আরও মন্তব্য ছিল, ‘‘বিশ্বকাপ বা আইসিসির প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে, কিন্তু এই মুহূর্তে দুই দলের মধ্যে সিরিজ হওয়া সম্ভব বলে মনে হচ্ছে না।’’ শোয়েবের মন্তব্যকে সমর্থন করেছিলেন পাকিস্তানের আর এক প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তবে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেছিলেন দু’দেশের মধ্যে এখন ম্যাচ হওয়ার প্রয়োজন নেই।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল আইপিএল