Coronavirus

প্রতিষেধক না এলে পরের বছরও অলিম্পিক্স অনিশ্চিত

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ‘গ্লোবাল হেলথ’ বিভাগের প্রধান শ্রীধরের মন্তব্য, ‘‘সব কিছুই নির্ভর করবে সস্তার প্রতিষেধক আবিষ্কার হল কি না, তার উপরে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ০৪:১৬
Share:

প্রতীকী ছবি

করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কৃত না হলে আগামী বছরও টোকিয়োয় অলিম্পিক্স বা প্যারালিম্পিক্স হওয়ার সম্ভাবনা দেখছেন না বিশ্বের প্রথম সারির স্বাস্থ্যবিজ্ঞানী দেবী শ্রীধর। তিনি পরিষ্কার জানিয়েছেন, একমাত্র কার্যকরী ও সাশ্রয়ী মূল্যের চিকিৎসার সন্ধান পাওয়া গেলেই সেটা সম্ভব। না হলে নয়।

Advertisement

এই সপ্তাহেই আইওসি ও টোকিয়োর আয়োজকেরা পরের বছর সুষ্ঠু ভাবে অলিম্পিক্স আয়োজনের ব্যাপারে নতুন করে আশার কথা শুনিয়েছেন। যদিও একইসঙ্গে আইওসি-র এক কর্তা জন কোটস আশঙ্কা প্রকাশ করেছেন, অতিমারির দাপট পরের বছরের ক্রীড়াসূচিতেও প্রভাব ফেলতে পারে। তাঁর দাবি, সব চেয়ে বড় সমস্যাটা দাঁড়াবে দর্শকসমাবেশ ও অ্যাথলিটদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ‘গ্লোবাল হেলথ’ বিভাগের প্রধান শ্রীধরের মন্তব্য, ‘‘সব কিছুই নির্ভর করবে সস্তার প্রতিষেধক আবিষ্কার হল কি না, তার উপরে।’’ যোগ করেছেন, ‘‘আমরা বিজ্ঞানীদের মুখে শুনছি, আগামী কিছু দিনের মধ্যে প্রতিষেধক আবিষ্কার হয়ে যেতেও পারে। তবু মনে হয়, তার জন্য এক থেকে দেড় বছর সময় লেগে যাবে। যদিও অনেকে বলছেন, সে দিন নাকি খুব দূরে নয়। সেটা হলে অবশ্যই ভাল এবং সে ক্ষেত্রে পরের বছর টোকিয়োয় অলিম্পিক্স করার ভাবনা অবাস্তব কিছু নয়। তবে সেই প্রতিষেধক বা ওষুধের দামও যেন সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে থাকে। আর তা সহজলভ্যও হতে হবে।’’ অধ্যাপক শ্রীধরের আরও মন্তব্য, ‘‘প্রতিষেধক আবিষ্কার না হলে পরের বছরও অলিম্পিক্স হওয়া নিয়ে গভীর সংশয় রয়েছে।’’

Advertisement

জাপান কিন্তু করোনাভাইরাস অতিমারির কবল থেকে এখনও মুক্ত নয়। সংক্রমণ রুখতে সে দেশে আগামী ৬ মে পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। টোকিয়ো অলিম্পিক্স আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরি জানিয়েছেন, এই বছরের অলিম্পিক্স বাতিল হওয়ার পরে করোনা-পরিস্থিতির সঙ্গে লড়াই করতে তাঁরা নতুন করে একটি টাস্কফোর্স গঠন করেছেন। মোরির বিশ্বাস, এই টাস্কফোর্স পরের বছর অলিম্পিক্সের সুষ্ঠু আয়োজনের পথ প্রশস্ত করবে। ‘‘গত পাঁচ-ছ’বছর ধরে গেমস আয়োজনের জন্য আমরা সব রকম প্রস্তুতি নিয়েছি। তাই আরও একটা বছর একই ভাবে এবং আরও নতুন উদ্যমে কাজ করাটা কোনও সমস্যা হবে না,’’ বলেছেন মোরি।

আরও পড়ুন: রিচার্ডস আর ইনজামামের ছক্কা মারার প্রতিযোগিতা, ফলাফল...

আরও পড়ুন: আইপিএলে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটা? ওয়ার্নার বললেন...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement