Entertainment News

‘রোগ আমার কেন হবে! জনকে তো স্পর্শ করে বিপাশা’, অমিতাভের মন্তব্য হইচই বলিউডে

২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন বিপাশা বসু ও জন আব্রাহাম। তাঁদের প্রেম নিয়ে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন অমিতাভ বচ্চনও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৫:০১
Share:

জন-বিপাশাকে নিয়ে কী বলেছিলেন অমিতাভ? ছবি: সংগৃহীত।

বিপাশা বসু ও জন আব্রাহামের সম্পর্ক এক সময়ে বলিউডের চর্চার অন্যতম বিষয় ছিল। ‘জিসম্‌’ ছবিতে দুই তারকার উষ্ণ রসায়ন ঝড় তুলেছিল সেই সময়ে। বাস্তবেও তাঁরা তখন সম্পর্কে ছিলেন। ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ছিল বিপাশা ও জনের প্রেম। তাঁদের প্রেম নিয়ে এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন অমিতাভ বচ্চনও।

Advertisement

‘অ্যায়তবার’ ছবিতে অমিতাভের সঙ্গে কাজ করেছিলেন বিপাশা ও জন। বিপাশার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের শাহেনশাহ। সেই ছবির শুটিং চলাকালীনই সিমি গঢ়েয়ালের সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তখনই জন-বিপাশাকে নিয়ে এক মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন অমিতাভ। তিনি নিজেই বলেছিলেন, সেই সময় নাকি ‘কনজাংটিভাইটিস’-এ আক্রান্ত জন। সেই অসুখ নিয়েই তিনি শুটিং সেটে আসছেন। এ কথা শুনে চমকে যান সিমি।

সিমি কিছুটা মজা করেই সেটের অন্যদের পরামর্শ দেন, অমিতাভ যা যা স্পর্শ করেছেন, তা যেন ভুলেও কেউ স্পর্শ না করেন। অন্যথায় কনজাংটিভাইটিস ছড়িয়ে পড়বে মুহূর্তে। এই শুনে পাল্টা মজা করেন অমিতাভ। তিনি বলেছিলেন, “আরে আমার থেকে কেন কিছু হবে। আমি তো কিছু করিনি। জনকে তো স্পর্শ করেন বিপাশা। আমি কেন করতে যাব!”

Advertisement

সেই সময়ে বেশ চর্চা হয়েছিল এই অমিতাভের এই মন্তব্য নিয়ে। বিপাশা ও জনকে তখন বলিউডের ‘পাওয়ার কাপল’ মনে করা হত। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়। ২০১১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। তাঁদের অনুরাগীদের কাছে এই খবর বড় ধাক্কা ছিল। বিপাশাও নাকি ভেঙে প়ড়েছিলেন বলে শোনা যায়। পরে কর্ণ সিংহ গ্রোভারকে বিয়ে করেন বিপাশা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement