চর্চায়: আনন্দদের অভিনব
করোনাভাইরাস অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে অর্থ তুলতে যে অভিনব উদ্যোগে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ-সহ দেশের দাবাড়ুরা এগিয়ে এসেছেন, তাঁর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আনন্দ ছাড়াও পাঁচ ভারতীয় দাবাড়ু বিদিত গুজরাতি, পি হরিকৃষ্ণ, বি আধিবান, কোনেরু হাম্পি এবং ডি হরিকা এতে অংশ নিয়েছিলেন। তাঁরা অনলাইনে একটি প্রদর্শনী দাবা প্রতিযোগিতা থেকে সাড়ে চার লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন। প্রধানমন্ত্রীর টুইট, ‘‘বিশ্বনাথন আনন্দ, বিদিত গুজরাতি, পেন্টালা হরিকৃষ্ণ, বি আধিবান এবং হরিকা দ্রোণাবল্লির মতো আমাদের দাবাড়ুদের অভিনব উদ্যোগ, এবং মহানুভবতায় মুগ্ধ। আমি নিশ্চিত যাঁরা এই উদ্যোগে যোগ দিয়েছিলেন, তাঁদের দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে।’’
লকডাউনের জন্য জার্মানিতে আটকে আছেন এখন আনন্দ। তিনিই এই অনলাইন প্রদর্শনী দাবা প্রতিযোগিতার পরামর্শ দিয়েছিলেন। তাঁর পাশাপাশি এর পরে দেশের প্রথম সারির দাবাড়ুরাও এগিয়ে আসেন। এখনও পর্যন্ত ভারতে করোনাভাইরাসে সাড়ে তিনশোরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গোটা দেশে আক্রান্তের সংখ্যা বারো হাজারের কাছাকাছি। তাই এই মারণ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার প্রধানমন্ত্রী দেশ জুড়ে লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছেন।
আরও পড়ুন: ‘আমার খেলা সবচেয়ে দ্রুতগতির স্পেল’, শোয়েবের ওভার টুইট করে বললেন পন্টিং