Coronavirus

২৬ লক্ষ গোপীর, খাবার পৌঁছে দেবেন কিরিয়স

কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ১১ লক্ষ টাকা দান করেছেন গোপী। ১০ লক্ষ টাকা দিয়েছেন তেলঙ্গনার ত্রাণ তহবিলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ০৫:৪৯
Share:

মানবিক: করোনাকে হারাতে এগিয়ে এলেন গোপীও। ফাইল চিত্র

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এ বার এগিয়ে এলেন প্রাক্তন ব্যাডমিন্টন তারকা ও পি ভি সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচন্দ, বিলিয়ার্ডস তারকা পঙ্কজ আডবাণী ও অস্ট্রেলীয় টেনিস তারকা নিক কিরিয়স। গোপীচন্দ দান করলেন ২৬ লক্ষ টাকা। পাঁচ লক্ষ টাকা দান পঙ্কজের। অন্য দিকে, কিরিয়স আশ্বাস দিয়েছেন, তাঁর শহর ক্যানবেরার ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার।

Advertisement

কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ১১ লক্ষ টাকা দান করেছেন গোপী। ১০ লক্ষ টাকা দিয়েছেন তেলঙ্গনার ত্রাণ তহবিলে। পাঁচ লক্ষ টাকা তাঁর অনুদান অন্ধ্রপ্রদেশ সরকারের ত্রাণ তহবিলে। গোপীর টুইট, “তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ সরকারের পাশাপাশি কেন্দ্রীয় ত্রাণ তহবিলেও দান করেছি। করোনার বিরুদ্ধে এই লড়াই প্রত্যেকের। এ ভাবেই এগিয়ে যেতে হবে।” এ ছাড়া ব্যাডমিন্টন তারকা পারুপল্লি কাশ্যপ তিন লক্ষ টাকা দিয়েছেন।

অভিনব উদ্যোগ অস্ট্রেলীয় টেনিস তারকার কিরিয়সেরও। তিনি নিজের ইনস্টাগ্রামে অনুরোধ করেছেন, “আপনাদের কাছে যদি খাদ্যসামগ্রী শেষ হয়ে যায়, নির্দ্বিধায় আমাকে জানান। চেষ্টা করব আপনাদের দরজায় খাবার পৌঁছে দেওয়ার।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement