রাহানে
অজিঙ্ক রাহানে মনে করেন, লকডাউন উঠলেই ক্রিকেটারেরা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলতে নামতে পারবেন না। ভারতের টেস্ট দলের সহ-অধিনায়কের ধারণা, ম্যাচ খেলার আগে অন্তত এক মাস অনুশীলন করতে হবে তাঁদের। পাশাপাশি এমনও মনে করেন যে, করোনাভাইরাসের প্রতিষেধক বেরনোর আগে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা নেই।
বুধবার একটি অনলাইন সাংবাদিক সম্মেলনে রাহানে বলেন, ‘‘কোনও রকম প্রতিদ্বন্দ্বিতামূলক (ঘরোয়া বা আন্তর্জাতিক) ম্যাচ খেলার আগে আমাদের অন্তত তিন থেকে চার সপ্তাহ অনুশীলন করতে হবে।’’ যোগ করেন, ‘‘কত দিন ব্যাট করতে পারিনি। খারাপ তো লাগবেই। কিন্তু এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিষেধক আবিষ্কার হওয়াটা খুব জরুরি। মনে হয় প্রতিষেধক আবিষ্কার হলে ক্রিকেট শুরু হবে।’’
রাহানের বক্তব্য, লকডাউনে তিনি নিজের ফিটনেস ঠিক রাখার উপরে জোর দিতে চেয়েছেন। তাঁর কথায়, ‘‘আমাদের ট্রেনার যে চার্ট তৈরি করে দিয়েছে, তা আমি মেনে চলছি। তা ছাড়া নিয়মিত ধ্যানও করছি।’’ কোভিড-১৯ পরবর্তী সময়ে খেলার সংস্কৃতিতে যে অনেক পরিবর্তন আসবে, তা অনেকেই বলেছেন। রাহানের কথায়, ‘‘আমার মনে হয়, পুরনো সেই দিনগুলোতে ফিরে যেতে হবে। যখন উইকেট পড়লেও ফিল্ডাররা নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে হাততালি দিত। করমর্দনের বদলে নমস্কার করতেও দেখা যেতে পারে।’’