Sourav Ganguly

সরকার চাইলে ইডেনে কোয়রান্টিন কেন্দ্র, প্রস্তাব দিলেন সৌরভ

করোনার জেরে দেশ জুড়ে এখন লকডাউন চলছে। ঘরবন্দি গোটা দেশ। বন্ধ খেলাধূলার সব ইভেন্ট। এই পরিস্থিতিতে চিকিৎসার প্রয়োজনে ইডেন গার্ডেন্স ব্যবহারের প্রস্তাব দিলেন সৌরভ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২০ ১৪:০৯
Share:

ইডেন গার্ডেন্স। —ফাইল চিত্র।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোয়রান্টিনের জন্য প্রয়োজনে ইডেন গার্ডেন্সকে ব্যবহার করার প্রস্তাব দিলেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট।

Advertisement

করোনার জেরে দেশ জুড়ে এখন লকডাউন চলছে। ঘরবন্দি গোটা দেশ। বন্ধ খেলাধূলার সব ইভেন্ট। এই পরিস্থিতিতে চিকিৎসার প্রয়োজনে ইডেন গার্ডেন্স ব্যবহারের প্রস্তাব দিলেন সৌরভ। সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, “যদি সরকার চায়, তা হলে আমরা নিশ্চিত ভাবে ইডেনকে ব্যবহার করতে দেব। এই মুহূর্তে যা যা কিছু প্রয়োজন, আমরা তা করব। এটা নিয়ে একেবারেই কোনও সমস্যা নেই।”

এর আগে সোশ্যাল মিডিয়ায় কলকাতার ফাঁকা রাস্তাঘাটের ছবি পোস্ট করেছিলেন সৌরভ। তাতে লিখেছিলেন, “আমার শহরকে এমন ভাবে দেখার কথা কখনও ভাবিনি। স্টে সেফ। আমি নিশ্চিত, এই পরিস্থিতি বদলে সব ঠিকঠাক হয়ে যাবে দ্রুত।”

Advertisement

আরও পড়ুন: ‘ও আমায় মুগ্ধ করেছে’, বুমরার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন তারকা অজি পেসার​

আরও পড়ুন: ক্যাপ্টেন হুক সাজলেন নোভাক জকোভিচ, কেন জানেন?​

ক্রিকেটমহলে আইপিএল নিয়ে অনিশ্চয়তা অবশ্য বেড়েই চলেছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলোর মালিকদের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের টেলি-বৈঠক হওয়ার কথা ছিল মঙ্গলবার। কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক স্থগিত হয়ে যায়। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ বলেও দেন, ‍‘‍‘আইপিএল নিয়ে কোনও সদর্থক উত্তর এই মুহূর্তে নেই। এখন কিছুই বলা যাচ্ছে না। আইপিএল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত যে দিন নেওয়া হয়েছিল, তার পরে পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। তাই আমার কাছে এই মুহূর্তে আইপিএল নিয়ে কোনও উত্তর নেই।’’ ক্রিকেটমহলের একাংশ মনে করছে, করোনার জেরে আইপিএল বন্ধ রাখতে বাধ্য হতে পারে বোর্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement