Rohit Sharma

মেয়ের সঙ্গে ক্রিকেট খেলছেন গৃহবন্দি রোহিত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

এক বছরের মেয়ে সামাইরার সঙ্গে ঘরের মধ্যে ক্রিকেট খেলার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোহিত। যাতে দেখা যাচ্ছে ব্যাট দিয়ে ফুটবল মারতে মেয়েকে সাহায্য করছেন হিটম্যান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২০ ১৬:০৫
Share:

মেয়ে সামাইরার সঙ্গে রোহিত শর্মা। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ভারতীয় ক্রিকেটাররা এখন বিশ্রামে। করোনাভাইরাসের জেরে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে আইপিএল। যা কবে শুরু হবে, বা আদৌ হবে কি না, তা নিশ্চিত নয়।

Advertisement

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে লকডাউনের রাস্তায় হেঁটেছে বহু রাজ্য। কেন্দ্রও বহু জেলায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেটাররাও থাকছেন ঘরেই। সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। মাঝে মাঝেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।

রোহিত শর্মা যেমন। এক বছরের মেয়ে সামাইরার সঙ্গে ঘরের মধ্যে ক্রিকেট খেলার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোহিত। যাতে দেখা যাচ্ছে ব্যাট দিয়ে ফুটবল মারতে মেয়েকে সাহায্য করছেন হিটম্যান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো হয়ে উঠেছে ভাইরাল। ইনস্টাগ্রামে যা দেখা হয়েছে ১২ লক্ষেরও বেশি বার।

Advertisement

আরও পড়ুন: এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহালি, বলছেন প্রাক্তন ক্যারিবীয় তারকা​

আরও পড়ুন: করোনা আক্রান্ত বলি গায়িকার সঙ্গে একই হোটেলে ছিল দক্ষিণ আফ্রিকার গোটা দল!​

এর আগে করোনাভাইরাস নিয়ে টুইটারে সবাইকে সতর্ক করে দিয়েছিলেন রোহিত। সবাইকে একজোট হয়ে লড়াইয়ে নামার বার্তা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, “পুরো বিশ্ব যে ভাবে স্তব্ধ হয়ে গিয়েছে, তা দেখতে খুব খারাপ লাগছে। একমাত্র সবাই একজোট হয়েই স্বাভাবিক জীবনে ফিরতে পারি।”

😍🙌

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement