ধন্যবাদ: জনতার কার্ফু পালনের মাঝে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাহবা সচিন তেন্ডুলকর, শিখর ধওয়ন, পি ভি সিন্ধু ও শ্রেয়স আইয়ারদের। টুইটার
করোনাভাইরাসের সংক্রমণমুক্ত ভারতের জন্য রবিবার বিকেলে দেশের তারকা ক্রীড়াবিদেরা দেখিয়ে দিলেন, তাঁরা ঐক্যবদ্ধ। যাঁর মধ্যে রয়েছেন, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা থেকে হিমা দাস, পি টি ঊষারাও।
সংক্রমণ প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিন কয়েক আগে আবেদন জানিয়েছিলেন রবিবার সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত ‘জনতার কার্ফু’ পালন করার জন্য। একই সঙ্গে তিনি বিকেল পাঁচটা নাগাদ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে গোটা দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের হাততালি দিয়ে বা ঘণ্টা বাজিয়ে ধন্যবাদ জ্ঞাপনের জন্যও আবেদন রেখেছিলেন। প্রধানমন্ত্রীর যে আহ্বানে দেশবাসীর সঙ্গে সাড়া দিয়েছেন গোটা দেশের এই তারকা ক্রীড়াবিদেরাও। যার প্রমাণ হিসেবে কেউ দিলেন ছবির সঙ্গে বার্তা। কেউ বা পরিবার-সহ চিকিৎসকদের ধন্যবাদ দেওয়ার সেই ছবি টুইট করেছেন।
সচিন তেন্ডুলকর যেমন তাঁর বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে বলেন, ‘‘আজ আমরা সব ভারতবাসী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করলাম। সকলে নিজের বাড়িতে থেকে আলাদা আলাদা ভাবে এই লড়াই জারি রাখলেও উদ্দেশ্য সবার এক। সামাজিক দূরত্ব বজায় রেখেই করোনাভাইরাসের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যান ঐক্যবদ্ধ ভাবে। অক্লান্ত ভাবে যাঁরা আমাদের এই ভাইরাসের থেকে বাঁচাতে লড়ছেন, তাঁদের সবাইকে আমার ধন্যবাদ।’’ এর পরেই হাততালি দিয়ে সচিন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান। তাঁর বাড়িতে বেজে ওঠে ঘণ্টাধ্বনিও।
বর্তমান ভারতীয় ক্রিকেট দলের সদস্য রোহিত শর্মা আবার টুইট করেন, ‘‘দেশ এই মুহূর্তে অত্যন্ত কঠিন ও বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। পৃথিবী সেই ক্ষত নিরাময়ের একটা রাস্তা দেখাল। স্বল্প সময়ে জীবনযাত্রায় পরিবর্তনের ফলে কী ভাবে পরিবেশ দূষিত হয়ে করোনাভাইরাস অতিমারি হতে পারে তা দেখা গেল। অনেক সময়ে আমরা অবাক হয়ে ভাবি, প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা দেরি করে ফেলছি। কিন্তু প্রকৃতি দেখিয়ে দিল, এর উল্টোটাও হতে পারে। আর সেটা সম্ভব আমরা সবাই মিলে এগিয়ে এলে।’’
আর এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ রাস্তায় কাঁধে ঝোলা নিয়ে চলা এক ভবঘুরে ব্যক্তির হাততালি দেওয়ার ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘‘জনতার কার্ফুতে এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেলাম। এই ভাবেই আমাদের একতা এই কঠিন সময় পার হয়ে যেতে সাহায্য করবে। আশা রাখি, করোনাভাইরাস দ্রুত আমাদের দেশ থেকে বিদায় নেবে।’’ সচিন-সহবাগদের সতীর্থ হরভজন সিংহও ভিডিয়ো টুইট করে লেখেন, ‘‘চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ব্যাঙ্ককর্মী, পুলিশ যাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের নিরাপত্তা প্রদান করছেন তাঁদের ধন্যবাদ। ভারতের জনগণকেও এই ‘জনতা-কার্ফু’ পালনের জন্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভাল থাকুন।’’
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু টেবল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা, কুস্তিগির দিব্যা কাকরান, প্যারা বাস্কেটবল খেলোয়াড় ইনশাহ বাশির ও রানি রামপাল-সহ ভারতীয় মহিলা হকি দলের ধন্যবাদজ্ঞাপনের ভিডিও পোস্ট করে লেখেন, ‘‘একতাবদ্ধ এই অ্যাথলিটরা সকলেই দেশের মানুষের প্রতি দায়বদ্ধ। একেই বলে সংহতি ও উদ্দীপনা। আমি গর্বিত।’’
রিয়ো অলিম্পিক্সে রুপো জয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধুও তাঁর করতালি দেওয়ার ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘‘এই হাততালি তাঁদের জন্য, যাঁরা আমাদের নিরাপদে রাখছেন।’’
প্রাক্তন অ্যাথলিট পি টি ঊষার টুইট, ‘‘করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ।’’
কুস্তিগির বিনেশ ফোগতও চিকিৎসকদের ধন্যবাদ দেওয়ার ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘‘অক্লান্ত ভাবে যাঁরা আমাদের সুস্থ রাখতে কাজ করছেন, তাঁদের স্যালুট। দেখে দারুণ লাগছে, এই লড়াইয়ে ভারত ঐক্যবদ্ধ হয়ে নেমেছে।’’
শুটার হিনা সিধু তাঁর তালি বাজানোর ছবি টুইট করে লেখেন, ‘‘দারুণ অনুভূতি। আমরা সবাই ঐক্যবদ্ধ করোনার বিরুদ্ধে। কোনও, দিওয়ালি, হোলি, বা ক্রিসমাস এই অনুভূতি এনে দিতে পারেনি।’’
টুইট করে অভিনন্দন বার্তা দিয়েছে জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনও। যেখানে তারা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি, ওষুধ বিক্রেতা, পুলিশ প্রশাসন, সাংবাদিক, বাস ও ট্রেনচালক, বৈমানিকদের কথাও উল্লেখ করেছে। বাদ জাননি ভারতীয় মহিলা হকি দলের কোচ সোর্দ মারিনও। তিনিও জনতার কার্ফু পালনের পরে অধিনায়ক রানি রামপাল-সহ গোটা দলের ধন্যবাদ প্রদানের ভিডিয়ো টুইট করেন।
অভিনন্দন জানিয়েছেন, টেবল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা, ব্যাডমিন্টন খেলোয়াড় পারুপল্লি কাশ্যপ, প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ, অলিম্পিক্সে পদক জয়ী কুস্তিগির সুশীল কুমার ও হিমা দাস। সকলেই ঐক্যবদ্ধ ভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। হিমা দাস যেমন টুইট করে লেখেন, ‘‘আমরা সবাই একতার বন্ধনে আবদ্ধ।’’
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ পরিবার সহ বাড়ির ব্যালকনিতে হাততালি দেওয়ার ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ‘‘যাঁরা ভারতকে করোনাভাইরাস মুক্ত রাখার জন্য চেষ্টা চালাচ্ছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা ও ধন্যবাদ রইল।’’