দায়িত্বশীল: পরিবারের সকলকে নিয়ে মুম্বইয়ে নিজের বাড়ির সামনে মোমবাতি জ্বালালেন সচিন তেন্ডুলকর। (ডান দিকে উপরে এবং নীচে) বাড়ির ছাদে প্রদীপ হাতে পি ভি সিন্ধু এবং মেরি কম। রবিবার। টুইটার
লক্ষ, লক্ষ ভারতবাসীর সঙ্গে এগিয়ে এলেন তাঁরাও। সচিন তেন্ডুলকর, বিরাট কোহালি থেকে মেরি কম, পিভি সিন্ধুরা। লক্ষ, লক্ষ মানুষের সঙ্গে প্রদীপ, মোমবাতি জ্বালিয়ে ভারতীয় ক্রীড়াবিদরাও বুঝিয়ে দিলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে যাঁরা সামনে থেকে লড়াই করছেন, সেই সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য মানুষজনকে কুর্নিশ করছেন তাঁরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন, রবিবার ঠিক রাত ন’টায়, ন’মিনিটের জন্য বাড়ির বৈদ্যুতিক আলো নিভিয়ে দিয়ে প্রদীপ জ্বালানোর। সেই ডাকে সাড়া দিলেন সচিন, বীরেন্দ্র সহবাগ, হরভজন সিংহ, পিভি সিন্ধু, মেরি কমরা।
কিংবদন্তি সচিন এ দিন রাতে টুইট করেন, ‘‘যাঁরা আমাদের চারপাশ, হাসপাতাল, সংক্রমিত জায়গা নিয়মিত পরিষ্কার রেখে করোনাভাইরাসকে দূরে রাখতে সাহায্য করছেন, তাঁদের সকলকে আমি ও আমার পরিবার ধন্যবাদ দিতে চাই। একই সঙ্গে আবারও শপথ নিই বয়স্কমানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। ওঁদের মানসিক এবং শারীরিক সুস্থতার উপরে নজর দেওয়ার।’’
স্ত্রী অনুষ্কার সঙ্গে প্রদীপ জ্বালানোর ছবি টুইট করে ভারত অধিনায়ক কোহালি লিখেছেন, ‘‘সবাই মিলে প্রার্থনা করলে তার একটা ফল পাওয়া যায়। সবার জন্য প্রার্থনা করুন আর একে অন্যের পাশে দাঁড়ান।’’ বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার সহবাগের টুইট, ‘‘যাঁরা, যাঁরা নিজেদের ভূমিকা পালন করছেন, তাঁদের সবার সঙ্গে আছি আমরা। এই সঙ্কট থেকে আমরা তাড়াতাড়ি মুক্তি পাব।’’
অলিম্পিক্স পদকজয়ী পিভি সিন্ধুর টুইট, ‘‘আসুন, সবাই মিলে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করি।’’ প্রদীপ জ্বালানোর ছবি পোস্ট করেছেন ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মহিলা বক্সার মেরি কমও। লিখেছেন, ‘‘আমরা সবাই আপনাদের পাশে আছি।’’