Cristiano Ronaldo

করোনা আক্রান্তদের চিকিৎসায় বিপুল অর্থ সাহায্য রোনাল্ডোর

পর্তুগালের দুই হাসপাতালের মোট তিন ওয়ার্ডের জন্য টাকা দান করলেন রোনাল্ডো ও তাঁর ফুটবল এজেন্ট জর্জ মেন্দেস। দু’জনে মিলে করোনা আক্রান্তদের চিকিৎসা খাতে ১০ লক্ষ ডলারের বেশি দান করলেন।

Advertisement

সংবাদ সংস্থা

লিসবন শেষ আপডেট: ২৫ মার্চ ২০২০ ১১:২৪
Share:

মানবিক রোনাল্ডো এগিয়ে এলেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে। ছবি: এপি।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নামলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি এবং তাঁর ফুটবল এজেন্ট জর্জ মেন্দেস পর্তুগালের হাসপাতালে থাকা করোনা আক্রান্তদের চিকিৎসা খাতে ১০ লক্ষ ডলারেরও বেশি দান করলেন।

Advertisement

লিসবনের সান্তা মারিয়া হাসপাতালের দুটো ওয়ার্ডের ১০টা করে বিছানা, ভেন্টিলেটর, হার্ট মনিটর, ইনফিউসন পাম্প ও সিরিঞ্জের ব্যবস্থা করেছেন দু’জনে। এক বিবৃতিতে হাসপাতালের তরফে এই ঘোষণা করা হয়েছে। আর পোর্তোয় সান্তা আন্তোনিও হাসপাতালে ইনটেনসিভ কেয়ারের ১৫ বেডের জন্য প্রয়োজনীয় ভেন্টিলেটর, মনিটর ও অন্যান্য সরঞ্জামের জন্য অর্থ দিয়েছেন তাঁরা। এই তিন ওয়ার্ড তাঁদের নামে করা হবে।

আরও পড়ুন: বাড়িতে এ ভাবে ওয়ার্ক আউট করুন, ভিডিয়োবার্তা আজহারের​

Advertisement

আরও পড়ুন: করোনা-ধাক্কায় সেই পিছোতেই হল অলিম্পিক্স

সান্তা আন্তোনিও হাসপাতালের অ্যাডমিনিস্ট্রিটিভ কাউন্সিলের প্রেসিডেন্ট পাউলো বারবোসা বিবৃতিতে বলেছেন, “এই উদ্যোগের জন্য রোনাল্ডো ও মেন্দেসকে ধন্যবাদ। দেশের এখন সবার সাহায্য প্রয়োজন। তাই এটা খুব কাজে আসবে।” ইতালি ও স্পেনের মতো না হলেও পর্তুগালেও থাবা বসিয়েছে করোনা। দেশের স্বাস্থ্য পরিষেবাও রীতিমতো চাপে আক্রান্তদের সামলাতে গিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement