Sri Lanka cricket

করোনার জন্য টাকা তোলার ম্যাচেই করোনার হানা শ্রীলঙ্কায়, আক্রান্ত প্রাক্তন অধিনায়ক

মঙ্গলবার শ্রীলঙ্কা গ্রেট একাদশ ও টিম শ্রীলঙ্কার মধ্যে টি২০ ম্যাচ হওয়ার কথা থাকলেও রবিবার তা বাতিল করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

কলম্বো শেষ আপডেট: ০৩ মে ২০২১ ২০:৫৯
Share:

প্রতীকী ছবি ফাইল চিত্র

করোনা রোগীদের সাহায্যের জন্য টাকা তুলতে ক্রিকেট ম্যাচের আয়োজন করার কথা থাকলেও নিজেই করোনা আক্রান্ত হয়ে গেলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক উপুল থরঙ্গা। মঙ্গলবার শ্রীলঙ্কা গ্রেট একাদশ ও টিম শ্রীলঙ্কার মধ্যে টি২০ ম্যাচ হওয়ার কথা থাকলেও রবিবার তা বাতিল করা হয়।

Advertisement

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়, ‘‘দেশের মানুষের পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সুরক্ষার কথা চিন্তা করে এই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

শ্রীলঙ্কা গ্রেট দলের হয়ে খেলার কথা ছিল সনথ জয়সূর্য ও অরবিন্দ ডি সিলভার মতো ক্রিকেটারদের। বাংলাদেশের বিরুদ্ধে দর্শকহীন মাঠে দু ম্যাচের টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা। এই মুহূর্তে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে শ্রীলঙ্কায়। রবিবার থেকে দেশের বিভিন্ন জায়গায় লকডাউন ঘোষণা করেছে শ্রীলঙ্কার সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement