Zlatan Ibrahimovic

এবার বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ইব্রাহিমোভিচের বিরুদ্ধে, উড়িয়ে দিলেন মিলান তারকা

ম্যাচের পর ইতালীয় সংবাদমাধ্যমের দাবি ছিল, লুকাকুর উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন ইব্রা।

Advertisement

সংবাদ সংস্থা

মিলান শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ২০:৩৫
Share:

ম্যাচে এভাবেই ধাক্কাধাক্কি করেন লুকাকু-ইব্রা। ছবি টুইটার

তাঁর বিরুদ্ধে ওঠা বর্ণবিদ্বেষের অভিযোগ উড়িয়ে দিলেন জ্লাটান ইব্রাহিমোভিচ। জানালেন, তাঁর কাছে বর্ণবিদ্বেষের কোনও জায়গা নেই।

Advertisement

মঙ্গলবার কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই মিলান। প্রথমার্ধের শেষ দিকে ইন্টারের রোমেলু লুকাকুর সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন ইব্রা। দ্বিতীয়ার্ধেও সেই দাপট জারি ছিল লুকাকুর। একাধিকবার মেজাজ হারিয়েছেন তিনি। একসময় ইব্রাকে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়েও যেতে হয়।

ম্যাচের পর ইতালীয় সংবাদমাধ্যমের দাবি ছিল, লুকাকুর উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন ইব্রা। তবে সেই দাবি আমল পায়নি। পল পোগবা-সহ একাধিক ফুটবলার টুইট করে জানান, কোনওদিন ইব্রার থেকে বর্ণবিদ্বেষী মন্তব্য তাঁরা শোনেননি।

Advertisement

পরে ইব্রা পোস্ট করেন, “জ্লাটানের বিশ্বে বর্ণবিদ্বেষের কোনও জায়গা নেই। আমরা সবাই একই বর্ণের। আমরা সবাই সমান! আমরা সবাই ফুটবলার, কেউ হয়তো বাকিদের থেকে একটু আলাদা।” ম্যাচে ইন্টার ২-১ ব্যবধানে জেতে।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে বর্ণবিদ্বেষের অভিযোগ তুলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অ্যালেক্স তুয়ানজেবে। বুধবার রাতে শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে ১-২ ব্যবধানে হেরে যায় ইউনাইটেড। তুয়ানজেবের অভিযোগ, এরপরেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন সমর্থকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement