Copa America

Copa America 2021: কোপায় সোনার বুট পাওয়ার দৌড়ে এগিয়ে মেসি, বাকিরা কত দূরে?

স্বদেশীয় নরেবেতো মেন্ডেজ ও ব্রাজিলের জিজিনহো ১৭টি গোল করে শীর্ষে রয়েছেন। কোপায় মেসির গোল সংখ্যা এই মুহূর্তে ১৩।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ২১:৪৯
Share:

এ ভাবেই প্রতি ম্যাচের শেষে ডান হাত তুলে নিজের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছেন মেসি। ফাইল চিত্র

চলতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে চার গোল করে ফেলেছেন লিয়োনেল মেসি। গোলদাতার তালিকায় সবার ওপরে আর্জেন্টিনার অধিনায়ক।

Advertisement

কোপার সোনার বুট পাওয়ার ক্ষেত্রে তিনিই যে সেরা দাবিদার, তা বলে দেওয়া যায়। কারণ তিন গোল কারও নেই। দু’টি করে গোল করে দ্বিতীয় স্থানে ১১ জন। এর মধ্যে আছেন ব্রাজিলের নেমারও

তা ছাড়া মেসি এ বার স্বপ্নের ফর্মে রয়েছেন। পাঁচটি ম্যাচের মধ্যে চার ম্যাচে সেরা হয়েছেন। সঙ্গে রয়েছে সতীর্থদের জন্য ১৮১টি নিখুঁত পাস। সেই পাস থেকে গোলের সুযোগ এসেছিল ১৫ বার। সতীর্থরা গোল করতে পেরেছেন চারটি।

Advertisement

দুই বন্ধুর লড়াই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। ফাইল চিত্র।

এর আগে কখনও সোনার বুট ছুঁতে পারেননি তিনি।

এ বার মেসির সামনে আরও একটি নজির গড়ার সুযোগ আছে। তিনি যদি এই প্রতিযোগিতায় আরও পাঁচটি গোল করতে পারেন, তাহলে কোপার ইতিহাসে সর্বাধিক গোলদাতার নজির গড়ে ফেলতে পারেন।

স্বদেশীয় নরেবেতো মেন্ডেজ ও ব্রাজিলের জিজিনহো ১৭টি গোল করে শীর্ষে রয়েছেন। কোপায় মেসির গোল সংখ্যা এই মুহূর্তে ১৩।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement