Copa America 2021

Copa America 2021: মেসির বিরুদ্ধে খেলতে মরিয়া, তবে কোপার ফাইনালে জিতবে ব্রাজিলই, হুঙ্কার নেমারের

ভারতীয় সময় বুধবার ভোরে কোপার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ১১:৪২
Share:

মেসিকে হুঙ্কার দিয়ে রাখলেন নেমার।

পেরুকে হারিয়ে উঠে লিয়োনেল মেসিকে হুঙ্কার দিয়ে রাখলেন নেমার। মঙ্গলবার কোপার সেমিফাইনালে ১-০ গোলে জেতে ব্রাজিল। ফাইনালে মেসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিলেন নেমার।

Advertisement

বার্সেলোনায় একটা সময় মেসি এবং নেমারের জুটি রাতের ঘুম কেড়ে নিত বিপক্ষের। নেমার প্যারিস সঁ জঁ-তে চলে যেতে সেই জুটি ভেঙে যায়। মাঠের বাইরে যদিও আজও তাঁদের বন্ধুত্ব অটুট। তবে মাঠের মধ্যে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে দেন না। কোপার ফাইনালে সুযোগ রয়েছে মেসি বনাম নেমারের সেই লড়াই দেখার।

পেরুর বিরুদ্ধে জিতে নেমার বলেন, “ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে চাই, আমার বন্ধু আছে ওখানে। তবে জিতবে ব্রাজিলই।” সেমিফাইনালে ব্রাজিলের গোলের কারিগর এ বারের কোপায় দু’টি গোল করেছেন, গোলের পাস বাড়িয়েছেন তিনটি। অন্য দিকে মেসি করেছেন চারটি গোল। গোলের পাসও বাড়িয়েছেন চারটি।

Advertisement
আরও পড়ুন:

ভারতীয় সময় বুধবার ভোরে কোপার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। মেসির সামনে সুযোগ দেশের জার্সি গায়ে বড় ট্রফি জেতার। তার জন্য বুধবার জিততেই হবে। কোপার ফাইনাল ভারতীয় সময় রবিবার ভোরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement