গোলের পর মেসির সঙ্গে উচ্ছ্বাস দি মারিয়ার।
২০০৮ সালে তাঁর সেই বিখ্যাত ‘চিপে’ অলিম্পিক্সে সোনা জিতেছিল আর্জেন্টিনা। ২৮ বছর পর তাঁর গোলেই শাপমুক্তি নীল-সাদা জার্সিধারীদের। শাপমুক্তি লিয়োনেল মেসিরও।
ম্যাচের পর তাই আবেগে ভাসছেন অ্যাঙ্খেল দি মারিয়া। গোটা প্রতিযোগিতাতেই ভাল খেলেছেন। ফাইনালেও তাঁর থেকে পাওয়া গেল দুরন্ত পারফরম্যান্স। জানালেন, ম্যাচের আগেই নাকি মেসি বলেছিলেন যে আজকের রাতটা তাঁর হতে চলেছে।
দি মারিয়া বলেছেন, “এই মুহূর্ত কোনওদিন ভুলতে পারব না। মেসি আমাকে ধন্যবাদ জানিয়েছে। আমিও পাল্টা ওকে জড়িয়ে ধরেছি। ফাইনালের আগেই বলেছিল আজকের রাতটা আমার হতে চলেছে।” প্রসঙ্গত, ২০১৪-র বিশ্বকাপ ফাইনালে খেলতে পারেননি দি মারিয়া।
আর্জেন্টিনার এবারের কোপা থেকে আবিষ্কার রদ্রিগো দে পলও উচ্ছ্বসিত। বলেছেন, “যা স্বপ্ন দেখেছিলাম এটা তার থেকেও বেশি। ব্রাজিলে এসে মারাকানায় ফাইনালে জেতা সব প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। আমি খুশি। মেসির বাকিদের দরকার ছিল। আমাদের দরকার ছিল মেসিকে। কারণ ও-ই সর্বকালের সেরা।”