লিয়োনেল মেসি। ফাইল ছবি
মঙ্গলবার ভোরে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিরুদ্ধে নামছে আর্জেন্তিনা। তার আগে সতীর্থদের খেলা নিয়ে খুশি নন লিয়োনেল মেসি। প্রথম ম্যাচে চিলের বিরুদ্ধে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে কোনওমতে জিতেছে আর্জেন্তিনা। সেই ম্যাচেই মেজাজ হারাতে দেখা গিয়েছে মেসিকে।
ঘটনাটি ঘটে ৪০ মিনিটের মাথায়। সেন্টার লাইনের কাছে একটি ফ্রিকিক পেয়েছিল আর্জেন্তিনা। সেটি নিতে এগিয়েছিলেন মেসিই। কিন্তু পাস নেওয়ার জন্য সামনে কোনও সতীর্থই এগিয়ে আসছিলেন না। মেসি বারবার এদিক-ওদিক তাকালেও কেউ এগোচ্ছিলেন না। হতাশ হয়ে হাত ছুড়ে বিরক্তি প্রকাশ করেন মেসি। এরপরেই এক সতীর্থ এগিয়ে এসে পাস নেন।
জাতীয় দলের হয়ে ট্রফি জিততে মরিয়া মেসি। প্রথম দুই ম্যাচে দলের খেলা ভাল না হওয়ায় সতীর্থদের সতর্ক করে দিয়েছেন তিনি। তুলনায় কিছুটা দুর্বল প্রতিপক্ষ প্যারাগুয়ে। তাই এই ম্যাচে গোলসংখ্যা বাড়ানোর চেষ্টা করতে বলেছেন মেসি।