কোপা আমেরিকা জেতার পর নেট মাধ্যমে ভাইরাল হয়েছে এই ছবি। ছবি - টুইটার
তিনি বরাবরের চাপা স্বভাবের। কম কথার মানুষ। আবেগের বহিঃপ্রকাশ ঘটান না। তবে জীবনের প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতে নিজেকে আর আটকে রাখতে পারলেন না লিয়োনেল মেসি। কেরিয়ারে প্রথম বার কোপা আমেরিকা ট্রফি জয় বলে কথা। তাই এই মহার্ঘ্য ট্রফি প্রিয় দিয়েগো মারাদোনা ও আর্জেন্টিনার কোভিড আক্রান্ত ও প্রয়াতদের উৎসর্গ করলেন এলএম টেন।
প্রিয় মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে মেসি ইনস্টাগ্রামে লিখেছেন,‘এই ট্রফি আপনাদের সবার জন্য। অবশ্যই দিয়েগোর জন্যও। আমার বিশ্বাস তিনি যেখানেই আছেন, সেখান থেকেই আমাদের সমর্থন জানিয়েছেন।’
সতীর্থদের অভিনন্দন জানিয়ে মেসি লিখেছেন, ‘এ বারের কোপা আমেরিকা অভিযান অসাধারণ ছিল। তবে আমাদের দল হিসেবে আরও উন্নতি করতে হবে। সেটা আমরা জানি। কিন্তু এটাও সত্যি যে দেশের সম্মান রক্ষার জন্য সবাই একজোট হয়ে লড়াই করেছি। সতীর্থদের এই মরিয়া তাগিদ দেখে অধিনায়ক হিসেবে আমি গর্বিত।’
জীবনের প্রথম আন্তর্জাতিক ট্রফিকে চুম্বন দিচ্ছেন মেসি। ফাইল চিত্র।
ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকার আরও বার্তা, ‘এই সাফল্য আমার পরিবারকে উৎসর্গ করতে চাই। কারণ তারাই আমাকে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। পাশাপাশি এই ট্রফি বন্ধুদের উৎসর্গ করতে চাই। এর সঙ্গে দেশের সাড়ে চার কোটি সাধারণ মানুষ তো আছেই। গত এক বছরের বেশি সময় অনেক মানুষ কোভিডের জন্য তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন। এই ট্রফি তাঁদের জন্য।’
সব শেষে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘ঈশ্বর আমাকে যা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আমাকে একজন আর্জেন্টিনীয় করার জন্য ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ।’
গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের ঘরের মাঠ মারাকানায় ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এরপরেই নেট মাধ্যমে নিজের আবেগ ভরা বার্তা তুলে ধরেছেন মারাদোনার প্রিয় মেসি।