মেসি এবং নেমার। ছবি রয়টার্স
প্রথম কোপা আমেরিকা জয়ের স্বপ্নভঙ্গ। হতাশায় ম্যাচের পর হাউহাউ করে কাঁদছিলেন নেমার। দেখতে পেয়েই এসে জড়িয়ে ধরলেন লিয়োনেল মেসি। ফুটবলের দুই বর্ণময় চরিত্রের এই মিলন দেখে আবেগে আলোড়িত হল ফুটবলবিশ্ব।
দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে রবিবার কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। শেষ বার জিতেছিল ১৯৯৩ সালে। দেশের হয়ে প্রথম ট্রফি জিতলেন মেসি। ম্যাচ শেষ হওয়ার পরেই সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে ভাসছিলেন তিনি।
মাঠের এককোণে তখন কাঁদছিলেন নেমার। রিচার্লিসন এসে জড়িয়ে ধরেন। কিন্তু শান্ত করতে পারেননি। নেমার কাঁদতে কাঁদতে একসময় মাঠে বসে পড়েন। উঠে ড্রেসিংরুমে যাওয়ার পরেই তাঁকে জড়িয়ে ধরেন মেসি। অনেকক্ষণ জড়িয়ে থেকে তাঁর সঙ্গে কথা বলেন।
ড্রেসিংরুমে ফিরে অবশ্য দুই তারকা খোশমেজাজে ছিলেন। মেসির সঙ্গে আড্ডা মারতে দেখা গিয়েছে নেমারকে। সেই ছবি পোস্ট করেছে কোপা আমেরিকার টুইটার হ্যান্ডল।
ড্রেসিংরুমে ফিরে আড্ডা। ছবি রয়টার্স
চার বছর বার্সেলোনার জার্সিতে মেসির পাশে খেলেছেন নেমার। প্যারিস সঁ জঁ-তে গেলেও বন্ধুত্ব ফিকে হয়নি। বরং বার্সেলোনাকে বার বার চাপ দিয়ে নেমারকে ক্লাবে ফেরানোর অনুরোধ করেছেন মেসি। বিরাট অর্থের কারণে তা সম্ভব হয়নি।