Copa America 2021

Copa America 2021: ফাইনালের আগে দেখা যাবে না নেমার বনাম মেসি, কোপার কোয়ার্টারে কার বিরুদ্ধে কে?

নেমাররা খেলবে চিলির বিরুদ্ধে। রবিবার ভোরে মেসিরা খেলবে ইকুয়েডরের বিপক্ষে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ১০:৩৯
Share:

ফাইনালের আগে নেমার বনাম লিয়োনেল মেসির লড়াই দেখার সম্ভাবনা নেই। —ফাইল চিত্র

কোপা আমেরিকার ফাইনালের আগে লিয়োনেল মেসি বনাম নেমারের লড়াই দেখার সম্ভাবনা নেই। মঙ্গলবার ৮টি দল উঠল কোয়ার্টার ফাইনালে। নিজেদের গ্রুপে শীর্ষে থেকেই পরের পর্বে আর্জেন্টিনা এবং ব্রাজিল

Advertisement

গ্রুপ এ থেকে কোপার কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে এবং চিলি। গ্রুপ বি থেকে পরের পর্বে ব্রাজিল, পেরু, কলম্বিয়া এবং ইকুয়েডর।

নক আউট পর্বে প্রথম ম্যাচ খেলতে নামবে পেরু এবং প্যারাগুয়ে। শুক্রবার গভীর রাতে সেই ম্যাচ। শনিবার ভোরে খেলতে নামবে ব্রাজিল। নেমাররা খেলবেন চিলির বিরুদ্ধে। এই চিলিই গ্রুপ পর্বে রুখে দিয়েছিল মেসিদের।

Advertisement

নক আউট পর্বের সূচি। গ্রাফিক: শৌভিক দেবনাথ

শনিবার গভীর রাতে খেলবে উরুগুয়ে এবং কলম্বিয়া। রবিবার ভোরে মেসিরা খেলবেন ইকুয়েডরের বিপক্ষে। গ্রুপ পর্বে যে দলের সামনে আটকে গিয়েছিল ব্রাজিল।

৩ এবং ৪ জুলাই হবে কোপার কোয়ার্টার ফাইনাল। পেরু এবং প্যারাগুয়ে ম্যাচের বিজয়ী খেলবে ব্রাজিল বনাম চিলি ম্যাচের বিজয়ীর সঙ্গে। অন্যদিকে উরুগুয়ে বনাম কলম্বিয়া ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে আর্জেন্টিনা বনাম ইকুয়েডর ম্যাচের বিজয়ী। অর্থাৎ সেমিফাইনালে কোনও ভাবেই মুখোমুখি হবে না ব্রাজিল এবং আর্জেন্টিনা।

লাতিন আমেরিকার লড়াইয়ে মেসি বনাম নেমারের লড়াই দেখতে হলে তাই ফাইনাল অবধি অপেক্ষা করতেই হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement